মেট্রো উদ্বোধন নিয়ে কেন্দ্রের আচরণ নজিরবিহীন, তবে কী বিজেপির নির্দেশেই চলছেন অফিসাররা?

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শিয়ালদহ মেট্রোর উদ্বোধন নিয়ে যে নাটক হল তাতে স্তম্ভিত সরকারি মহল। খাস কলকাতার বুকে এত বড় একটি প্রকল্পের সূচনা হতে চলেছে, যাতে রাজ্য সাহায্যের হাত বাড়িয়ে না দিলে হয়তো কিছুই হত না তার উদ্বোধনেই নাকি মুখ্যমন্ত্রী‌ বাদ!

প্রথমে বিজেপি ও রেল মন্ত্রকের পক্ষ থেকে এমনই জানানো হয়েছিল। রবিবার সকালে দিলীপ ঘোষ তো পরিষ্কার বলে দেন মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  তবে সন্ধ্যেবেলায় রেলমন্ত্রক সূত্রে জানা যায় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে তারা।

এই ঘটনাবলীর পর সোমবার বিকেল চারটে নাগাদ শিয়ালদহ মেট্রোর ইস্ট-ওয়েস্ট লাইনের উদ্বোধনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যে যাবেন না তা পরিষ্কার। আগে থেকেই ঠিক ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দার্জিলিং উড়ে যাবেন। জিটিএর নতুন বোর্ডের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন।

সড়ক দুর্ঘটনা কমাতে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের আওতায় নয়া নীতি লাঘুর পথে রাজ্য

তৃণমূল আগেই অভিযোগ করেছিল মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে উদ্বোধনের পর্ব সেরে ফেলার জন্যই চক্রান্ত করে তাঁর উত্তরবঙ্গ সফরের দিন উদ্বোধনের ক্ষণ ঠিক করেছে রেল। গোটা ঘটনাক্রম থেকে পরিষ্কার মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসনের প্রতিনিধিদের বাদ রেখেই গোটা বিষয়টি সেরে ফেলতে চাইছে তারা। স্বাভাবিকভাবেই বাংলার জননেত্রী যে সেই অনুষ্ঠানে যাবেন না তা আগে থেকেই বলে দেওয়া যায়।

মেট্রো উদ্বোধন বিতর্ক এখানেই শেষ হচ্ছে না। জানা  গিয়েছে সোমবার হাওড়া থেকে ভার্চুয়ালি শিয়ালদহ মেট্রোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি‌। রেল মন্ত্রকের সঙ্গে যাঁর কোনও সম্পর্ক‌ই নেই। তিনি রাজ্যের জনপ্রতিনিধিও নন। তা সত্ত্বেও স্মৃতি ইরানিকে দিয়ে এই প্রকল্পের উদ্বোধন করানোয় বিভিন্ন মহলে বিতর্ক শুরু হয়েছে।

সূত্রের খবর, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ততটাও রাজনৈতিক উচ্চতা না থাকায় ভালো বাংলা বলতে পারা স্মৃতি ইরানিকে দিয়েই উদ্বোধন করাচ্ছে বিজেপি। এটা পুরোটাই তাদের পার্টির পরিকল্পনা। আসলে শিয়ালদহ মেট্রোর উদ্বোধনের মঞ্চকে রাজনৈতিক ইভেন্টে পরিণত করতে চায় বিজেপি।

এতে রেল মন্ত্রকের আধিকারিকদের থেকে কেন্দ্রের শাসক দল বিজেপির কর্তাদের কথাই যে মূলত মানা হচ্ছে তা দিনের আলোর মতো পরিষ্কার। সব মিলিয়ে একটা বিষয় বোঝা যাচ্ছে কেন্দ্রীয় সরকার যাবতীয় প্রটোকল উপেক্ষা করে বিজেপি নেতাদের কথাতেই ওঠাবসা করছে।

সম্পর্কিত পোস্ট