সোনাদা থেকে মিছিল করে শক্তি প্রদর্শন বিনয় শিবিরের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সাড়ে তিন বছর পর পাহাড়ে প্রথম জনসভা করেছেন মোর্চার দাপুটে নেতা বিমল গুরুং। বিনয় তামাং এবং অনিত থাপা নয়, পাহাড়ে শুধুমাত্র চলবে বিমলের নির্দেশ সাফ বার্তা বিমল ঘনিষ্ঠদের। কিন্তু ঠিক তার এক সপ্তাহের মাথায় পাহাড়ে পাল্টা সভা বিনয় তামাং এবং অনিত থাপারা।

শনিবার সোনাদা থেকে চকবাজার অবধি মিছিল করবেন তাঁরা। মিছিলে অন্যান্য নেতাদের সঙ্গে উপস্থিত থাকবেন অমিত থাপা। সেই সভা থেকে নিজের অনুগামীদের কি বার্তা দেবেন বিনয় তামাং ঘনিষ্ঠ অনিত থাপা? সেটাই এখন দেখার। এদিনের সভাতেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুনঃ সংগঠন মজবুত করতে উত্তরবঙ্গে অভিষেক

দির্ঘ সাড়ে তিন বছর পর পাহাড়ে প্রত্যাবর্তন ঘটেছে বিমল গুরুংয়ের। শিলিগুড়িতে সভার পর চকবাজারে প্রথম সভা করেছেন বিমল গুরুং। সেখানে স্পষ্ট করে দিয়েছেন গত ১২  বছরে বিজেপি তাঁদের সঙ্গে বঞ্চনা করেছে। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে জেতানো তাঁদের মূল লক্ষ্য। সেইসঙ্গে পাহাড়ে এখনও বিমল গুরুংয়ের দাপট চলবে তা স্পষ্ট করে দিয়েছেন বিমল সমর্থকরা।

পাহাড় সহ তরাইয়ের ১৫ টি আসন তৃণমূলকে পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিমল গুরুং। কিন্তু বিনয় গোষ্ঠীর সঙ্গে তাঁদের দুরত্ব অনেক বেশী থাকার কারণে এই লক্ষ্য কতটা পূরণ হবে তা নিয়ে তৃণমূলের কপালে ভাঁজ দেখা দিয়েছে। দুই শিবিরের নেতাদের মুখোমুখি বসিয়ে বৈঠক করে নিতে চাইছে তৃণমূল। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বিনয় তামাং শিবির।

শনিবারে বিনয় শিবিরের জনসভার পর রবিবার সেলপুতে জনসভা করবেন বিমল গুরুং। সব মিলিয়ে দুই শিবিরের ঠান্ডা লড়াইয়ে সরগরম পাহাড়।

সম্পর্কিত পোস্ট