দলের ভাবমূর্তিতে আঘাত ! ইস্তফা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার হঠাৎ ইস্তফা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব রাজ্যপালের কাছে নিজের ইস্তফা পত্র পাঠিয়েছে শনিবারেই। তাতে এক লাইনে লেখা রয়েছে, ‘আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলাম। আজ থেকেই যেন এই ইস্তফার তারিখ ধরা হয়।’ কেন এই ইস্তফা সে বিষয়ে এখনই কিছু জানা যায়নি। তবে ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন মানিক সাহা
২০১৮ সালে ত্রিপুরা দখলের পর বিপ্লবকে মুখ্যমন্ত্রী করে বিজেপি নেতৃত্ব। উপমুখ্যমন্ত্রী হন জিষ্ণুদেব বর্মা। কিন্তু মেয়াদ শেষের আগে কেন ইস্তফা দিলেন, তার নির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে বিপ্লবের কথায় এমন ইঙ্গিত মিলেছে যে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই তিনি ইস্তফা দিয়েছেন। ইস্তফার চিঠি রাজ্যপালকে জমা দেওয়ার পরে বিপ্লব যা বলেন তাতেও তেমন ইঙ্গিত মিলেছে।