বিজেপি দাগিদের দলে পরিণত হয়েছেঃ সুখেন্দু শেখর রায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন সুখেন্দু শেখর রায়। তিনি প্রথমেই বলেন দুয়ারে সরকার এই অভিনব কর্মসূচি সারা বাংলায় ১০ কোটি মানুষের মধ্যে যে বিপুল সাড়া ফেলেছে তার কোনও পূর্ব নজির এ দেশের ইতিহাসে নেই।

জনসাধারণের এই বিপুল সমর্থন দেখে মূলত বিরোধী দলগুলোর মধ্যে বিজেপি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। চারিদিকে বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে বিজেপি। কারণ তাদের নিজস্ব কোনও কর্মসূচি নেই। দাগিদের সমারোহ ঘটছে বিজেপিতে। দাগিদের দলে পরিণত হয়েছে বিজেপি।

মানুষ সব বিচার করবে। বিজেপি কে কটাক্ষ করে সুখেন্দু শেখর রায় বলেন বিজেপির কর্মসূচি কিছু নেই।বিজেপির একটাই কর্মসূচি হচ্ছে তৃণমূল নেতৃত্ব কে গালিগালাজ করা সমালোচনা করা। যার কোনও ভিত্তি নেই।

এদিন কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচিকে কটাক্ষ করে তিনি বলেন বেটি পিটাও বেটি মিটাও। তিনি বলেন বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের উপর ক্রমশ অত্যাচার বাড়ছে হত্যা চলছে। আজ সাংবাদিক সম্মেলন থেকে তিনি কেন্দ্রীয় সরকারের নোট বন্দি প্রসঙ্গ তুলে আনেন।

তিনি দাবি জানান হঠাত্‍ করে নোট বন্দি করায় দেশের জিডিপি ২ শতাংশ কমে গিয়েছিল। ১৫ লক্ষ মানুষ বেকার হয়েছিল। নরেন্দ্র মোদী বলেছিলেন ছ’মাসের মধ্যে দেশবাসী সুফল পাবেন কিন্তু ভারতবাসী কোন সুফল পায়নি।

পাশাপাশি কেন্দ্রীয় সরকারের মুদ্রা লোন প্রসঙ্গে তিনি বলেন কুড়ি শতাংশ মানুষ মুদ্রা লোন পেয়েছিল। স্বচ্ছ ভারত প্রকল্পে ভারতবর্ষের মধ্যে প্রথম হয়েছিল তৃণমূল সরকারের নদীয়া জেলা।

আরও পড়ুনঃ প্রকাশিত হল সংশোধিত ভোটার তালিকা, বাড়ল ২.০১ শতাংশ ভোটার

আবার উজ্জ্বলা যোজনা সম্পর্কে তিনি কটাক্ষ করে বলেন ২০১৬ সালে গরিবদের জন্য গ্যাস দেওয়ার ব্যবস্থা করে মোদি সরকার।কিন্তু ৫০ শতাংশ মানুষ ও উজ্জ্বলা যোজনা গ্যাস পায়নি। খরচের কারণে বিপিএল পরিবারগুলি গ্যাস রিফিল করতে পারে না বলেও তিনি দাবি জানান। কেন্দ্রীয় সরকারের কর্মসূচির কোন প্ল্যান নেই সদিচ্ছা নেই। এয়ার ইন্ডিয়া বিক্রি হয়ে যাচ্ছে ব্যাঙ্কগুলি এক পথে হাঁটছে বলে তিনি দাবী জানান।

আবার শতাব্দী রায় ফেসবুক পোস্টে দলের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি জানিয়েছেন আগামী ১৬ ই জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন। এই প্রসঙ্গে তিনি বলেন দলের কাছে এখনো পর্যন্ত এই ধরনের কোন খবর নেই।

সম্পর্কিত পোস্ট