‘ভোডাফোন আবার পশ্চিমবঙ্গে’ ; কৈলাশ কে বেলাগাম আক্রমণ তথাগত রায়ের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আরও একবার গেরুয়া শিবিরের বর্ষীয়ান নেতা তথাগত রায়ের (Tathagata Roy) তোপের মুখে পড়লেন কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Bijaybargiya)। রীতিমত কুকুরের সঙ্গে তুলনা টেনে কৈলাশকে তোপ দাগেন তিনি।এহেন বিজেপি নেতা তথাগত রায়ের বেলাগাম আক্রমণের পর বিশেষ প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি কাউকেই।

সোমবার সন্ধ্যায় কুকুরের মুখের পাশে কৈলাসের মুখের ছবি লাগিয়ে ফেসবুকে পোস্ট করেন তিনি। যা শালীনতার মাত্রা ছাড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ফেসবুকে একটি ছবির কোলাজ পোস্ট করেন তথাগত রায়। তাতে বাঁ দিকে দেখা যাচ্ছে একটি পাগ প্রজাতির কুকুরের মুখ। আর ডান দিকে কৈলাস বিজয়বর্গীয়র মুখ। ওপরে লেখা ‘ভোডাফোন আবার পশ্চিমবঙ্গে’।

উল্লেখ্য, বেশ কয়েকবছর আগে পাগ প্রজাতির কুকুরকে তাদের বিজ্ঞাপনে ব্যবহার করত মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা ভোডাফোন (Vodaphone)। দলের নানা সিদ্ধান্তের সমালোচনায় সব সময়ই সরব থাকেন তথাগতবাবু। বাছাই করা বিশেষণে আক্রমণ করেন দলীয় নেতৃত্বকে। কিন্তু তাঁর বিরুদ্ধে কখনও পদক্ষেপ করার কথা শোনা যায়নি বিজেপির(BJP) অন্দরে।

“আ রাহা হুঁ” প্রচার শুরু অখিলেশের, সপার সমর্থনে প্রচার করবেন মমতা

তবে এটাই প্রথমবার নয়, এর আগেও দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় এবং শিবপ্রকাশ বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়ের তোপের মুখে পড়েছিলেন। বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যাপক পরাজয়ের পর এই তিন নেতাকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। শুধু তাই নয় তোপ দেগেছিলেন বিজেপির প্রার্থী বাছাই নিয়েও।

একাধিক কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির তরফ এ প্রার্থী করা হয়েছিল বাংলা চলচ্চিত্রের অভিনেত্রীদের। পরবর্তীতে যাদের আবার দেখা গিয়েছিল মদন মিত্রের সঙ্গে একটি অনুষ্ঠানে। সেবার সেই সেলেব প্রার্থীদের সমালোচনা করতে গিয়ে নগরের নটি আখ্যা দিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। ডেকে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় নেতৃত্বের তরফেও।

সূত্র মারফত জানা গিয়েছিল শীর্ষ নেতৃত্বের তরফে তথাগত বাবুকে সতর্ক করে দেওয়া হয়েছিল, দলের নেতৃত্বদের সমালোচনা করার বিষয় নিয়ে। যদিও তারপরও বিশেষ পরিবর্তন ঘটেনি। এবার কৈলাস বিজয়বর্গীয়কে বেলাগাম আক্রমণ করে ফের বিতর্কের মুখে পড়েছেন তিনি। এই ট্যুইটের পর আদৌ শীর্ষ নেতৃত্ব কোনো পদক্ষেপ নেয় কিনা সেদিকে নজর রাজনৈতিক মহলের।

সম্পর্কিত পোস্ট