বিধায়ক নয়, সাংসদ পদে থাকছেন নিশীথ এবং জগন্নাথ
- দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিধায়ক নয়, সাংসদ পদেই থাকছেন বিজেপির দুই হেভিওয়েট নেতা। সূত্রের খবর, সাংসদ পদে থাকুন দুই নেতা তা আগে থেকেই চেয়েছিল শীর্ষ নেতৃত্ব। দিল্লিতে রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকের পরেই নেওয়া হয় এই সিদ্ধান্ত।
২১ এর নির্বাচনে ২০০ এর অধিক আসন পেয়ে ক্ষমতায় আসার কথা জানিয়েছিল বিজেপি। কিন্তু ৭৭ টি আসন পেয়েছে তাঁরা। বেশীরভাগ বিধায়ক শপথ নিলেও, শপথ নেওয়া বাকি ছিল দিনহাটা এবং শান্তিপুরের বিজেপি বিধায়কদের। কিন্তু পরেও শপথ নেননি তাঁরা। এরপরেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়, তবে কি সাংসদ পদেই থাকছেন দুই বিজেপি নেতা? যদিও বিষয়টি শীর্ষ নেতৃত্বের ওপর ছেড়ে দিয়েছিলেন দু’জনেই। পরে রাজ্য নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকের পরেই স্থির হয় দুই নেতা সাংসদ পদে থাকছেন।
২১ এর নির্বাচনে নীলবাড়ি দখলের লড়াইয়ে চার সাংসদকে ব্যবহার করে বিজেপি। বাবুল সুপ্রিয় এবং লকেট চট্টোপাধ্যায় হারলেও জয়ী হন দুই নিশীথ এবং জগন্নাথ। বিধায়ক পদ ছাড়লে দুই বিধানসভায় হবে পুনরায় নির্বাচন। সেক্ষেত্রে দুই জায়গায় জমি ফিরে পাবে তৃণমূল? তা নিয়ে জল্পনা তুঙ্গে।
ইতিমধ্যেই দুই প্রার্থীর মৃত্যুর কারণে মুর্শিদাবাদের দুটি আসনে হবে নির্বাচন। খড়দাহে তৃণমূলের জয়ী প্রার্থী কাজল সিনহার মৃত্যুর পর ওই আসনে আবার প্রার্থী হতে পারেন অমিত মিত্র। আরও একটি আসন জয়লাভ করে আসতে হবে মমতা বন্দোপাধ্যায়কে। কারণ, মুখ্যমন্ত্রী হলেও নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হার হয়েছে তাঁর। এমত অবস্থায় কোন আসনে পাল্লাভারি তৃণমূলের আর কোন আসনে এগিয়ে বিজেপি তা স্পষ্ট হবে উপনির্বাচনেই।