জাতীয় কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির, প্রতিবাদ সভা CAA-র বিরুদ্ধেও
তারপর রাজনৈতিক টানাপোড়েনে জাতীয় কংগ্রেসের সংগঠন ক্রমশঃ ক্ষয়িষ্ণু হতে শুরু করে। সেই সঙ্গে বন্ধ হয়ে যায় জাতীয় কংগ্রেসের উদ্যোগে রক্তদানও।
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জাতীয় কংগ্রেস নেতা অরুন ঘোষের জীবদ্দশায় দত্তপুকুর অঞ্চলে রক্তদান একটা উৎসবে পরিনত হয়েছিল।
অরুণ বাবুর অকাল মৃত্যুর পরেও সেই উৎসব জারি ছিল বেশ কয়েকবছর।
তারপর রাজনৈতিক টানাপোড়েনে জাতীয় কংগ্রেসের সংগঠন ক্রমশঃ ক্ষয়িষ্ণু হতে শুরু করে। সেই সঙ্গে বন্ধ হয়ে যায় জাতীয় কংগ্রেসের উদ্যোগে রক্তদানও।
সম্প্রতি দত্তপুকুর ১,২ কাশিমপুর ও আমডাঙা ২ এলাকায় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন একদা অরুনবাবুর ঘনিষ্ঠ শ্রী জহরলাল পাত্র।
এবছর তাঁরই উদ্যোগে আবারও থ্যালাসেমিয়া রুগীদের সাহায্যার্থে শুরু হলো রক্তদান উৎসব।
আজ ২৩ শে ফেব্রুয়ারী দত্তপুকুর স্টেশন সংলগ্ন জাতীয় কংগ্রেস কার্যালয়ে সেই রক্তদান শিবিরে রক্তদান করলেন নানা বয়সের প্রায় ৫০ জন রক্তদাতা।
সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের NRC, CAA ও NPR নীতির বিরুদ্ধে একটি প্রতিবাদ সভাও পালিত হলো একই জায়গায়।
এছাড়াও এই সভায় আজ জাতীয় কংগ্রেসের পতাকা হাতে নিয়ে দলের সঙ্গে যুক্ত হলেন ওই এলাকারই বাসিন্দা ও দীর্ঘ দিনের রাজনৈতিক কর্মী রেজাউল ইসলাম।
অশোক (গোপাল) মুখার্জির একনিষ্ঠ শিষ্য ও হাবড়া চৈতন্য কলেজের ছাত্রপরিষদ নেতা রেজাউল তার গুরুর পদাঙ্ক অনুসরণ করেই তৃণমূলে গিয়েছিলো।
আরও পড়ুনঃ পুর নির্বাচন : সিএএ-এনআরসি ইস্যুতে ব্যাকফুটে বিজেপি, পিকে ম্যাজিকে আত্মবিশ্বাসী তৃণমূল
রেজাউলের কথায়, তৃণমূল যখন থেকে গোপালবাবুকে উপেক্ষা করতে শুরু করে তখন থেকেই তার মন ভেঙে যায়।
গোপালবাবুর মৃত্যুর পর সে তৃণমূল রাজনীতি থেকে বসে গিয়ে আবারও জাতীয় কংগ্রেসের সঙ্গে মানসিক ভাবে যুক্ত হয়ে পড়ে।
যেটুকু বাকী ছিল তা হচ্ছে জাতীয় কংগ্রেসে আবারও আনুষ্ঠানিক ভাবে যোগদান।
আজকের সভায় উপস্থিত রাজ্য যুব কংগ্রেস সহঃ সভাপতি শ্রী রোহন মিত্রের হাত থেকে দলীয় পতাকা গ্রহন করে তিনি কংগ্রেসের সঙ্গে আবারও সরকারী ভাবে যুক্ত হলেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা শ্রী মিহির দে, জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি ডঃ সুহাস ভট্টাচার্য ।
প্রদেশ কংগ্রেস কর্মসমিতির সদস্য শ্রী শুভাশিস (তাতা) ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সম্পাদক শ্রী পার্থ প্রতীম বিশ্বাস, শ্রী সজল দে, শ্রী অনিমেষ দাস সহ আঞ্চলিক নেতৃত্ব।