ফের অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি, তদন্তভার নিতে পারে NIA
দ্য কোয়ারি ডেস্ক: ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে ফের বোমাবাজি। মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ অর্জুন সিংয়ের বাড়ির পিছনে আবার বোমা ছুড়ে পালায় দুস্কতীরা।
গত বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর, সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির অদূরে বোমাবাজি হয়।
স্বাভাবিক ভাবে এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সোমবার রাতেই সংসদ অর্জুন সিংয়ের ছেলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন NIA এর এক কর্তা।
বৃহস্পতিবারের ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ জানতে চান তিনি। সূত্র মারফত জানা গিয়েছে হয়তো মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে আসতে পারে NIA।
দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে ভাটপাড়ার পরিস্থিতি। স্থানীয় বাসিন্দারা একরাশ ক্ষোভ উগরে দেন। নিত্যদিন যদি সাংসদের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটে তাহলে স্থানীয়দের নিরাপত্তা কোথায়? উঠছে সেই প্রশ্নও।
সাংসদ অর্জুন সিং ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। তার ছেলে পবন সিং ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা পান। সাংসদের বাড়িতে কেউ প্রবেশ করতে চাইলে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করা হয়। সেইসঙ্গে পকেট চেকিং করা হয়। তারপর মেলে অনুমতি।
অর্জুন সিংয়ের বাড়ির সামনে ” জোন । এই অবস্থায় দুষ্কৃতীরা কিভাবে বারে বারে বোমাবাজি করছে? উঠে আসছে সেই প্রশ্ন।
বৃহস্পতিবারের ঘটনার পর NIA তদন্তের দাবি জানিয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এমনকি তিনি দাবি করেছিলেন, তাকে খুন করার চক্রান্ত চলছে। গোটা ঘটনায় উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি। সূত্রের খবর হয়তো তদন্তে নামতে পারে NIA।