৫ তারিখ রাজ্যে শুরু বাজেট অধিবেশন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৫ ফেব্রুয়ারি থেকে রাজ্য বিধানসভায় অনুষ্ঠির বাজেট অধিবেশন। বিধানসভা নির্বাচন থাকায় এবার পূর্ণাঙ্গ বাজের পেশ করা হচ্ছে না। তার বদলে এবার ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
৫ ফেব্রুয়ারি ও ৮ ফেব্রুয়ারি, এই দুদিন সবাইকে উপস্থিত থাকবে হবে বিধানসভায়। সমস্ত মন্ত্রী ও বিধায়কদের উপস্থিত থাকতে হবে বিধানসভায়। এই মর্মে হুইপ জারি করল তৃণমূল কংগ্রেস ।
প্রসঙ্গত, ৫ তারিখ বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করা করবেন অমিত মিত্র। তারপর ৬ ফেব্রুয়ারি ও ৭ ফেব্রুয়ারি, এই দুদিন তার উপর আলোচনা হবে। এরপর ৮ ফেব্রুয়ারি ভোট অন অ্যাকাউন্ট পাস হবে। সেদিন ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শাহী মঞ্চে বিজেপিতে যোগ বৈশালী ডালমিয়ার, সত্যতা স্বীকার বালির বিধায়কের
উল্লেখ্য, রাজ্যপালের ভাষণ ছাড়াই এবার ভোট অন অ্যাকাউন্ট পেশ করবে সরকার। রাজ্যে এই প্রথম রাজ্যপালের ভাষণ ছাড়াই ভোট অন অ্যাকাউন্ট পেশ হবে। তবে লোকসভায় এই নজির রয়েছে বলে জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ১৯৬৩ ও ২০০৩ সালে লোকসভায় রাষ্ট্রপতির ভাষণ ছাড়াই ভোট অন অ্যাকাউন্ট পেশ হয়েছিল।
এখন সব মন্ত্রী ও বিধায়ককে, ৫ ও ৮ ফেব্রুয়ারি, এই দুদিন বিধানসভায় উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে দলের তরফে জারি করা হয়েছে হুইপ।
প্রসঙ্গত, রাজ্যে বহু বিধায়ক এরমধ্যে ‘বেসুরো’ হয়েছেন। দলের বিরুদ্ধে তোপ দেগেছেন। তারমধ্যে অনেককে ক্যাবিনেট মিটিংয়ে অনুপস্থিত থাকতেও দেখা গিয়েছে। সেইসব মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর এই নির্দেশ বলে মনে করছে ওয়াকিবহল মহল।