সিএএ, এনআরসি, এনপিআর প্রক্রিয়া ৩মাস স্থগিত রাখার আরজি জানালেন সলমন খুরশিদ
জনসমাবেশে করোনা ভাইরাসের বিপদের ঝুঁকি থাকার কারণে বিক্ষোভ অবস্থান থেকে প্রতিবাদীদের সরিয়ে আনুক।
দ্য কোয়ারি ডেস্ক : কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াই শক্তিশালী করতে সিএএ, এনআরসি, এনপিআর প্রক্রিয়া তিনমাসের জন্য স্থগিত রাখার আরজি জানালেন প্রবীণ কংগ্রেস নেতা সলমন খুরশিদ।
কেন্দ্রের কাছে তাঁর আবেদন, এই পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে প্রতিবাদীদের সঙ্গে কথা বলুক সরকার।
জনসমাবেশে করোনা ভাইরাসের বিপদের ঝুঁকি থাকার কারণে বিক্ষোভ অবস্থান থেকে প্রতিবাদীদের সরিয়ে আনুক।
তিনি বলেন, ‘আমি চাই, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ বিরোধী বিক্ষোভ অবস্থানে গিয়ে প্রতিবাদীদের সঙ্গে কথা বলুক উত্তরপ্রদেশ সরকার ও কেন্দ্রীয় সরকার। তাদের বলুক, করোনা ভাইরাসের বিপদ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত সিএএ বা এই ধরনের অন্যান্য সব প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে’।
#CoronavirusPandemic দেশে রেকর্ড গড়ল করোনা,২৪ ঘন্টায় আক্রান্ত ৬৪
উল্লেখ্য, এপ্রিলের দু’তারিখ পর্যন্ত যেকোনও রকম ধর্মীয় সমাবেশ এড়িয়ে যাওয়ার জন্য আবেদন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
শনিবার এনিয়ে এক প্রশ্নের জবাবে সংবাদ সংস্থা এএনআইকে খুরশিদ বলেন, ভয়াবহ এই পরিস্থিতিতে আগে থামা দরকার।
পরে আমরা আলাপ আলোচনা করে ঠিক করব যে, আমরা কি করব বা কি করব না। আমার মনে হয়, এক্ষেত্রে সরকারের পক্ষে পরিষ্কার বক্তব্য হবে যে, সবকিছু তিনমাসের জন্য স্থগিত রাখা হচ্ছে।
পাশাপাশি প্রধানমন্ত্রীর জনতা কারফিউর আহ্বান এবং এইসময় জরুরি পরিষেবা যাঁরা দিচ্ছেন, তাঁদের উৎসাহ দিতে ছাদে বা ব্যালকনিতে দাঁড়িয়ে করতালি বা থালা বাজানোর আহ্বানকে এই প্রবীণ কংগ্রেস নেতা একটি ছোট্ট কাজ বলে উল্লেখ করেন।
রাজনীতিক এবং সেলিব্রিটিদের পার্টিতে অংশগ্রহণ সম্পর্কে খুরশিদ বলেন, এটা বিরাট ভুল কাজ। নিজের জন্যই নয়, অপরের জন্য যেকোনও মানুষকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সতর্কতা অবলম্বন করতেই হবে।
মধ্যপ্রদেশের রাজনৈতিক সঙ্কট প্রসঙ্গে সলমন খুরশিদ এদিন বলেন, এখন গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা নিয়ে পরিষ্কার অবস্থান নিতে হবে।
গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার ক্ষেত্রে স্বচ্ছতা নেই বিজেপির। এভাবে ক্ষমতা দখলের চেষ্টা গণতন্ত্রে দুঃখজনক।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে যেকোনও রকম সভা-সমাবেশ থেকে দূরে থাকা সহ প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের প্রতি এদিন গুরুত্ব আরোপ করেন তিনি।