ছটপুজোয় বন্ধ শোভাযাত্রা, থাকবে না ডিজে- একগুচ্ছ নির্দেশ কলকাতা হাইকোর্টের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃদুর্গাপুজো, কালীপুজোর পর এবার ছটপুজোর ক্ষেত্রেও নির্দিষ্ট বিধিনিষেধ জারি করল কলকাতা হাইকোর্ট।

“এবছর রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবরে পালন করা যাবে না ছট পুজো। যদিও এবিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশই চূড়ান্ত। করা যাবে না কোনও শোভা যাত্রাও”,সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে ‘ছট পুজোতে শোভাযাত্রা করার অনুমতি দেওয়া সম্ভব নয়’ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

পাশাপাশি কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, ‘কালীপুজো এবং জগদ্ধাত্রী পুজোতে ট্রেন পরিষেবা বন্ধ রাখলে ভাল হয়।’ আদালতের পর্যবেক্ষণ, ‘জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরগামী ট্রেন নিয়ন্ত্রণ করলে ভাল।’

মঙ্গলবার মামলার শুনানি দিতে গিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, ‘দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজোয় শোভাযাত্রা নিষিদ্ধ হয়েছে। ছটপুজো নিয়ে রাজ্যের কোনও পরিকল্পনা নেই। সেহেতু আদালতের পক্ষে ছট পুজোতে শোভাযাত্রা করার অনুমতি দেওয়া সম্ভব নয়।’

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/violation-of-rules-on-the-first-day-of-local-launch-the-social-distance-disappeared-in-the-crowd-of-bangaon-locals/

উল্লেখ্য, এদিন রাজ্য সরকারের তরফে বক্তব্য পেশ করতে গিয়ে অ্যাডভোক্যাট জেনারেল বলেন, ‘ছটে কোন পরিবার থেকে ক’জন বেরোবে রাজ্যের পক্ষে ঠিক করে দেওয়া অসুবিধার।’

আদালত জানিয়েছে “পরিবারের ২ জনের বেশি নামতে পারবেন না জলে। ছটপুজোর জন্য যেতে হবে নিকটবর্তী জলাশয়ে। ছোট খোলা গাড়ি করে জলাশয়ে যাওয়া যেতে পারে, কিন্তু থাকবে না ডিজে। এক্ষেত্রে প্রয়োজনে ১৪৪ ধারা জারি করতে পারে রাজ্য।

অন্যদিকে কালীপুজোয় বাজি ফাটানো সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয় সুপ্রিম কোর্টে মামলা করে আতসবাজি সংগঠন।

সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি ইন্দিরা ব্যানার্জির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ‘উৎসব গুরুত্বপূর্ণ, তা আমরা বুঝতে পারছি। কিন্তু, এমন এক পরিস্থিতিতে আমরা আছি যখন জীবন চরম বিপদে। জীবনের থেকে মূল্যবান কিছুই নয়। তাই জীবন রক্ষাই এখন একমাত্র অগ্রাধিকার।’

ইতিমধ্যেই রাজস্থান, হরিয়ানা, দিল্লি বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি হয়েছে। সামাজিক দূরত্ব বিধি মানা হচ্ছে কি না তা দেখার জন্য মাস্ক ও স্যানিটাইজার নিয়ে নির্দিষ্ট ব্যবস্থা করতে হবে পুলিশকে” ছটপুজো সংক্রান্ত এক মামলাতেই মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে আদালত।

সম্পর্কিত পোস্ট