KMC Election 2021: কলকাতা পুরভোটে ঢাক্কা গেরুয়া শিবিরের কেন্দ্রীয় বাহিনীর আর্জি খারিজ আদালতের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পুরভোটে প্রয়োজন নেই কেন্দ্রীয় বাহিনীর। বিজেপির দাবি নস্যাৎ করে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য পুলিশের আস্থা। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার।কলকাতা ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিল বিজেপি বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি।
এদিন শুনানির শুরুতেই কলকাতা হাইকোর্টে জানিয়ে দেয় পুলিশ কমিশনার তার কর্তব্যে গাফিলতির করেননি। পাশাপাশি তিনি জানিয়ে দেন কমিশনার সম্পূর্ণ সহযোগিতা করবেন কলকাতা পুরভোট যাতে অবাধ এবং সুষ্ঠ ভাবে হয়।
অন্যদিকে বিজেপির আইনজীবী এসকে কাপুর জানান, সাংবিধানিক অধিকার রক্ষা করতে ব্যর্থ নির্বাচন কমিশন।হুমকি দেওয়া হচ্ছে বিরোধী প্রার্থীদের। নিরাপত্তা চাইছেন তারা। কমিশন তা স্পষ্ট করতে পারছেনা। যা সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। তিনি আরো জানান, যদি এমনটাই চলতে থাকে তাহলে শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন অসম্ভব। এ ক্ষেত্রে প্রয়োজন কেন্দ্রীয় বাহিনী।
বড়দিনের আগেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত
পাল্টা রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী রত্নাঙ্ক বন্দ্যোপাধ্যায় জানান, সমস্ত অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুলিশ এবং প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সংবেদনশীল বুথ নির্ধারণ করে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘এটা কোনও জনস্বার্থ মামলা নয়। মাত্র চার জনের অভিযোগের ভিত্তিতে বলা যায় না, রাজ্য পুলিশ ঠিক মতো কাজ করছে না।’ উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশনের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, কলকাতা পুরভোটের নিরাপত্তায় থাকবে ৩০ হাজার কলকাতা পুলিশ ও ৫ হাজার রাজ্য পুলিস। কোনও ভোটকেন্দ্রে সিভিক পুলিস থাকবে না।