নন্দীগ্রামে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়ায় দেওয়াল লিখনের কাজে নামলেন কর্মীরা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একথা ঘোষণার পর থেকেই তোড়জোড় হবে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনের কাজ।

বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরার নেতৃত্বে বাঁকুড়ার ইন্দরাগোরা এলাকায় দেওয়াল লিখন শুরু হয়ে যায় বুধবার সকাল থেকেই। এরপর মিছিল করে বাঁকুড়া নিত্যানন্দ আশ্রমের সামনে যান তারা। এই এলাকার সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতারা এই মিছিলে উপস্থিত ছিলেন।

এই বিষয়ে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতরা জানান, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা করেছেন সেদিন থেকেই নন্দীগ্রাম সহ জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকার তৃণমূল কর্মীরা আরো চাঙ্গা হয়ে উঠেছেন।

তাদের উন্মাদনার বহিঃপ্রকাশ হিসেবে আজকের এই কর্মসূচি বলেও মন্তব্য করেন শ্যামল সাঁতরা। বিজেপিকে একহাত নিয়ে তিনি বলেন, শুধুমাত্র দাঙ্গা লাগাতে জানে ওরা। মানুষের কোন কাজে লাগে না। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার ঘোষণা বিজেপির কাছে বেশ চ্যালেঞ্জিং হবে বলেও মতামত প্রকাশ করেন তিনি।

ওয়াকিবহল মহলের মতে, নির্বাচনী লড়াইতে একে অপরকে বাজিমাত দিতে কেউ যে পিছিয়ে নেই তা সংবাদমাধ্যম সহ সংবাদপত্রের পাতায় চোখ রাখলেই বোঝা যাচ্ছে। একইসঙ্গে একুশের নির্বাচনে অনেকেই মনে করছেন হয়তো পরিবর্তনের পরিবর্তন ঘটে যেতে পারে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মরিয়া হয়ে ওঠেছেন।

রাজনৈতিক মহলের মতে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হলে তার বিরোধী দলের প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারী যদি সামনাসামনি লড়াইয়ের ময়দানে শামিল হন তাহলে কার জনসমর্থন কত বেশি সেটা জলের মত পরিস্কার হয়ে যাবে।

ধূূপগুড়িতে আহত ও নিহতদের পরিবার পিছু ক্ষতিপূরণ ঘোষণা মোদী-মমতার

নন্দীগ্রামের তৃণমূল কর্মী সমর্থকদের কথায়, বিধানসভা নির্বাচনের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ চালে বাজিমাত করবেনই। তাই শুভেন্দু অধিকারীকে টক্কর দিতে নিজের গড় ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন তিনি।

যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন ভবানীপুর তাঁর বড় বোন।  নন্দীগ্রাম মেজ বোন। দুই জায়গাতেই দাঁড়াবেন তিনি।

তাঁর এই ঘোষণা কে কটাক্ষ করেছে বিরোধীরা। তাদের কথায় মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিলেন তৃণমূল কংগ্রেসে একটাই পোস্ট। বাকি সব ল্যাম্পপোস্ট। যদিও তাতে কান দিতে নারাজ শাসক শিবির।

যদিও খেঁজুরির সভা থেকে শুভেন্দু অধিকারী পাল্টা জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু নন্দীগ্রাম থেকেই দাঁড়াতে হবে। পাশাপাশি তাঁর চ্যালেঞ্জ তিনি হাফ লক্ষ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম থেকে বরদাস্ত করবেন। জল কতদূর গড়ায় সেটাই দেখার।

সম্পর্কিত পোস্ট