ডিফেন্সের সঙ্গে ফরোয়ার্ড, ভারসাম্যই প্রধান অস্ত্র কার্লেস কোয়াদ্রাথের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২০১৬ সালে অ্যালবার্ট রোকার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হিসাবে এসেছিলেন কার্লেস কোয়াদ্রাথ, কিন্তু ২০১৮ এর পর থেকে ক্লাবের দায়িত্বভার বর্তায় তাঁর ওপর। আর প্রথমবারেই এসে ব্যাঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। এই নিয়ে তৃতীয়বার ব্যাঙ্গালুরু এফসির দায়িত্বে রয়েছেন কোচ কার্লেস কোয়াদ্রাথ।

প্রাক্তন কোচ রোকার থেকে কোয়াদ্রাথ। শুধুমাত্র আক্রমণ বিভাগ নয়, বরং গোটা টিমকে স্প্যানিশ ছন্দে ব্যবহার করে নতুন মোড় দিয়েছেন কোয়াদ্রাথ। তবে তাঁর ফিলোজোপিতে দর্শকদের চোখ না ধাঁধালেও, কিছুটা হলেও ফলপ্রসূ হয়েছে দল ব্যাঙ্গালুরু এফসি। প্রথমবার দলকে চ্যাম্পিয়ন করেছেন, দ্বিতীয়বার দলকে শেষ চারে পৌঁছে দিয়েছেন। দুটি সিজনের গ্রুপ লিগে মাত্র একটি করে ম্যাচ হেরেছে ব্যাঙ্গালুরু এফসি। ২০১৮-১৯ বর্ষে মুম্বইয়ের কাছে এবং ২০১৯-২০ বর্ষে এটিকের কাছে ম্যাচ হেরেছে ব্যাঙ্গালুরু।

তবে এই সিজনে এফসি গোয়া এবং ওড়িশা এফসি শুরু থেকেই আক্রমণভাগকে হাতিয়ার করেই মাঠে নামতে চাইছে। অন্যদিকে রক্ষণভাগকে আরও শক্তিশালী করেই মাঠে নামতে চাইছেন কার্লেস কোয়াদ্রাথ। গত সিজনে মাত্র ১৩টি গোল হজম করেছে মেইন ইন ব্লুজ। নিঃসন্দেহে ডিফেন্সের দিক থেকে এই ফল প্রশংসনীয়, তা বলার অবকাশ থাকে না।

শুধুমাত্র ডিফেন্স নয়, শুরু থেকেই দলের ডেড বল সিচুয়েশনের ওপর বেশী করে জোর দিয়েছেন কোচ কার্লেস কোয়াদ্রাথ। আরও বেশী করে নজর দিয়েছেন সেট পিসের খেলোয়াড় এবং তাঁদের শটের ওপর। ইতিমধ্যেই দুই সিজনে তাঁর দলের শেট পিস থেকে প্রত্যেকটি শট বেশ প্রশংসা পেয়েছিলেন। এবার নতুন করে ফ্রান গোনজালভেজ যুক্ত হওয়ায় নতুন কিছু অঘটন আশা করছেন ফুটবল প্রেমীরা।

এবারের ব্যাঙ্গালুরু দলে ৩২ জন খেলোয়াড়ের বেশীরভাগই চেনা মুখ। তবে নতুন করে দলে যোগ হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্লিন্টন সিলভা এবং নরওয়ের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান ওসেথ। সেইসঙ্গে গতবারের আইলিগের সিজনে ফ্রান গোনজালভেজের উপস্থিতি ব্যাঙ্গালুরুর বড়ো অস্ত্র। কারণ গতবারের আইলিগে ১০ টি গোল করেছিলেন তিনি।

গত দুইবারের মতো এবারেও রাখা হয়েছেন ভারতীয় তারকা সুনীল ছেত্রী, গুরপ্রিত সিং সাধু, হরমনজোত খাবড়া, সুরেশ সিং ওয়াংঝাম সহ ভরসামান ফুটবলাররা। সব মিলিয়ে খাতায় কলমে ব্যাঙ্গালুরু এফসিকে এবারের চ্যাম্পিয়ন বলা না গেলেও মাঠের লড়াইয়ে তাঁদের থেকে নতুন কিছু পাওয়ার আশা করাই যায়।

সম্পর্কিত পোস্ট