Kanthi Hospital-এ বাংলাদেশি ওষুধের রহস্যভেদ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কাঁথি ( Kanthi Hospital ) মহকুমা হাসপাতালে বাংলাদেশি ওষুধ (Medicine made by Bangladesh) বিক্রির রহস্যভেদ হল। রাজ্য স্বাস্থ্য দফতর বিবৃতি দিয়ে জানাল ওই ওষুধগুলো বৈধ। সেগুলো ভারত সরকারকে দান করেছিল বাংলাদেশ। পরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওই ওষুধ রাজ্যে পাঠানো হয়। সেগুলোই প্রয়োজন অনুযায়ী রোগীদের দেওয়া হয়েছে।

দু’দিন আগে হঠাৎই জানা যায় কাঁথি মহকুমা হাসপাতালে ( Kanthi Hospital ) রুপোলী রাংতায় মোড়া ডক্সিসাইক্লিন নামে বাংলাদেশে প্রস্তুত ওষুধ রোগীদের দেওয়া হচ্ছে। এই ঘটনা সামনে আসতেই সরব হয় বিজেপি।

Jhalda Congress Councillor খুনে সিবিআই তদন্তের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে রাজ্য

তারা অভিযোগ করে, বেআইনিভাবে বাংলাদেশের ওষুধ ভারতে পাচার করা হচ্ছে বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত করে রাজ্য স্বাস্থ্য দফতর। বুধবার রাতে সেই তদন্ত রিপোর্টের ভিত্তিতেই একটি বিবৃতি দেওয়া হয় স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে।

Kanthi Hospital

রাজ্য স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে সম্পূর্ণ মানবিক কারণে বাংলাদেশ বিদেশমন্ত্রক (Bangladesh Foreign Ministry) ভারতকে বেশ কিছু ওষুধ দান করে। সেই ওষুধ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আবার রাজ্যের হাতে তুলে দেয়। ওষুধগুলো সম্পূর্ণ বৈধ এবং তা ব্যবহারের সময়সীমা অতিক্রান্ত হয়নি। তাই নিয়ম মেনেই কাঁথি মহকুমা হাসপাতালের চিকিৎসকরা রোগীদের ওই ওষুধ দিয়েছেন, এতে কোন ভুল নেই।

স্বাস্থ্যমন্ত্রকের এই বিবৃতির পর বিষয়টি নিয়ে অনিশ্চয়তা দূর হবে বলে চিকিৎসক মহলের অনুমান। যেহেতু কেন্দ্র ওই বাংলাদেশি ওষুধ রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছে তাই বিষয়টি নিয়ে বিজেপিও আর জলঘোলা করবে না বলে ওয়াকিবহাল মহলের ধারণা।

সম্পর্কিত পোস্ট