সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু তদন্তে এফআইআর দায়ের করল সিবিআই
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু তদন্তে এফআইআর দায়ের করল সিবিআই। অভিযুক্তের তালিকায় রয়েছে রিয়া চক্রবর্তী সহ আরও পাঁচ জনের নাম।
সিবিআইয়ের দায়ের করা এফআইআরে চুরি, খুনের প্ররোচনা, ষড়যন্ত্র এবং প্ররোচনা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। সিবিআই সূত্রের খবর,তদন্তে গতি বাড়াতে বিহার পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তারা।
সূত্রের খবর, অগস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারি এবং বিজয় মালিয়ার আর্থিক কেলেঙ্কারির তদন্ত করছে এই দল।
১৪ জুন সুশান্তের রহস্যমৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়া সহ একাধিক জায়গায় ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য আর্জি জানানো হয়। এমনকি অভিযুক্ত রিয়া চক্রবর্তীও সিবিআই তদন্তের জন্য আবেদন জানান।
যদিও সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এসএ বোবদে তদন্তের দ্বায়িত্বভার পুলিশের হাতে তুলে দেওয়ার কথা জানানো হয়।
১২ বছরের শিশুকে নির্যাতন, গ্রেফতার ১
সুশান্তের মৃত্যুর দীর্ঘ সময় পর পাটনার রাজেন্দ্র নগর থানায় এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা কেকে সিং। তারপর ঘটনায় সিবিআই হাতে ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়।
দীর্ঘ দিন ধরে পাটনা পুলিশের স্পেশাল টিমের আয়ত্তের বাইরে থাকার পর চলতি মাসেই একটি ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী।
সেখানে তিনি সাফ বলেন, সময় হলে সত্য ঠিক প্রকাশ পাবে। এই মুহুর্তে বিহার পুলিশ,মুম্বই পুলিশ,ইডি এবং সিবিআই ঘটনার তদন্তে নেমেছে।