KK Death : কলকাতায় হঠাৎই প্রয়াত বিখ্যাত গায়ক কে কে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অসংখ্য ভক্তকে কাঁদিয়ে মাত্র ৫৪ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন কৃষ্ণকুমার কুন্নাথ ( KK Death )। জেনে বলিউড সহ সারাদেশে গায়ক কেকে নামে পরিচিত ছিলেন। মঙ্গলবার সন্ধ্যেতে রবীন্দ্র সরোবর লেকের নজরুল মঞ্চে একটি অনুষ্ঠানে গান‌ও গান তিনি।

পারফরম্যান্স সেরে গ্র্যান্ড হোটেলে ফিরে গিয়েছিলেন বলেও খবর। হোটেলের সিঁড়ি দিয়ে নিজের ঘরের দিকে যাওয়ার সময় হঠাৎই পড়ে যান। তাঁকে দ্রুত আলিপুরের সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

অসংখ্য ভক্তকে কাঁদিয়ে মাত্র ৫৪ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন কৃষ্ণকুমার কুন্নাথ। বলিউড সহ সারাদেশে কে কে নামেই পরিচিত ছিলেন। মঙ্গলবার সন্ধ্যেতে রবীন্দ্র সরোবর লেকের নজরুল মঞ্চে একটি অনুষ্ঠানে গান‌ও গান তিনি।

পারফরম্যান্স সেরে গ্র্যান্ড হোটেলে ফিরেও গিয়েছিলেন বলে খবর। হোটেলের সিঁড়ি দিয়ে নিজের ঘরের দিকে যাওয়ার সময় হঠাৎই পড়ে যান। তাঁকে ( KK Death ) দ্রুত আলিপুরের সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

১৯৬৮ সালের ২৩ আগস্ট দিল্লির এক মালায়লি পরিবারে কে কে-র জন্ম। দিল্লিতে পড়াশোনা, সেখানেই বেড়ে ওঠা। সারাজীবনে তিনি সাড়ে তিন হাজারেরও বেশি গান গেয়েছেন। হিন্দু তো বটেই, এছাড়াও কন্নড়, তামিল, বাংলা, অসমিয়া, গুজরাটি ভাষাতেও প্লেব্যাক করেছেন কে কে।

সোমবার তিনি কলকাতার একটি অনুষ্ঠানে লাইভ পারফরম্যান্স করেন। ইতিমধ্যেই সেই শোয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। মঙ্গলবার নজরুল মঞ্চে কলকাতার গুরুদাস কলেজের স্টুডেন্ট ইউনিয়নের অনুষ্ঠান ছিল।

সেখানে লাইভ পারফরমেন্সের জন্য নির্ধারিত সময়ে পৌঁছেও চান কে কে। সূত্রের খবর অন্যান্য দিনের মতোই গানে গানে মঞ্চ মাতিয়ে দেন কে কে। কিন্তু শোয়ের বিরতিতে তিনি হঠাৎই বলেন প্রচন্ড গরম হচ্ছে। তবে মিনিট তিনেক গ্রিন রুমে গিয়ে বিশ্রাম নেওয়ার পর ফিরে এসে আবার একের পর এক গান শোনান।

KK Death

আয়োজকদের পক্ষ থেকে জানা গিয়েছে, অনুষ্ঠান শেষের পর শরীর ভালো লাগছে না বলে দ্রুত গ্র্যান্ড হোটেলে ফিরে আসেন কে কে। সেখানেই বিপত্তি ঘটে। হঠাৎই তিনি পড়ে গেলে দ্রুত সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা করার সুযোগটুকুও পাননি চিকিৎসকরা। কারন ততক্ষনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই বিখ্যাত গায়ক।

কে কে-র এই অকাল প্রয়াণে তাঁর ভক্তরা শোকে মুহ্যমান। দুই ছেলে ও স্ত্রীকে রেখে গেলেন তিনি। উল্লেখ্য মঙ্গলবার সকালে কে কে-র গানের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন গায়ক রূপঙ্কর বাগচী। তাই নিয়ে সারা দিন আলোচনায় সরগরম হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়া। কিন্তু কে জানত তাঁকে নিয়ে বিতর্কের দিন‌ই দুনিয়া থেকে চিরবিদায় নেবেন প্লেব্যাকের রাজা কে কে!

সম্পর্কিত পোস্ট