সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করতে চলেছে সিবিআই

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার নারদকাণ্ডে চার নেতা ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখার্জী এবং মদন মিত্রকে গ্রেফতার করে সিবিআই। ব্যাঙ্কশাল আদালতের তরপফে চারজনকে জামিন দেওয়া হলেও বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সিবিআই আধিকারিকরা। চার নেতার জামিনে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করতে চলেছে সিবিআই।

সূত্রের খবর, আর কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করতে চলেছে সিবিআই। যা ঘিরে ইতিমধ্যেই নয়া মোড় দেখা দিয়েছে।

সোমবার নারদাকাণ্ডে চার নেতাকে গ্রেফতার করে সিবিআই। তাঁদেরকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হলে সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।  গোটা ঘটনাটি বেআইনি বলে দাবী করেন তিনি। এরপর ব্যাঙ্কশাল কোর্টে জামিন পান চার নেতা।

রাতের বেলা হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই। সেখানে চার নেতার জামিনে স্থগিতাদেশ জারি করা হয়। বুধবার অবধি প্রেসিডেন্সি জেলেই থাকবেন তাঁরা৷ এর মধ্যে মঙ্গলবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করতে চলেছে সিবিআই।

ফলত রাজ্য বনাম সিবিআইয়ের দ্বন্দ্বের নতুন মোড় শুরু হল মঙ্গলবারই। এরই মধ্যে শোনা যাচ্ছে চার নেতাকে রাজ্যের বাইরে নিয়ে যেতে চান গোয়েন্দা বিভাগের আধিকারীকরা। এর জন্য হাইকোর্টের কাছে আবেদন জানান তাঁরা। কিন্তু সেবিষয়ে আদালতের তরফে এখনও অবধি কিছু জানানো হয়নি। মামলার পরবর্তী শুনানি বুধবারের জন্য স্থির করে আদালত।

সম্পর্কিত পোস্ট