উৎসবের মরশুমে অর্থনীতির চাহিদা মেটাতে নতুন স্কিম আনল কেন্দ্র
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উৎসবের আগেই খুশির খবর সরকারী কর্মচারীদের জন্য৷ কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য ফেস্টিভ্যাল স্পেশাল অ্যডভান্স ঘোষণা করল কেন্দ্র সরকার। রুপে কার্ডের মাধ্যমে দেওয়া হবে ১০ হাজার টাকা।
সোমবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত চাকুরীজীবিরা এই টাকা পেলে বাজারে চাহিদা তৈরি হবে এবং উৎপাদন বাড়লে অর্থনৈতিক ঘাটতি কিছুটা হলেও পরিবর্তিত হবে।
এই কথা ভেবেই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। যদিও সহজ কিস্তিতে এই টাকা সরকারের খাতে ফেরত দিতে হবে কর্মচারীদের।
সপ্তম বেতন কমিশনের অধীনে উৎসব অগ্রিম দেওয়া বন্ধ করা হয়েছিল৷ কিন্তু করোনা এবং অর্থনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এক বছরের জন্য বিশেষ প্রকল্প চালু করেছে সরকার।
শুধুমাত্র নন গেজেটেজ সরকারী কর্মচারীরা নয়, সকলেই রুপে কার্ডের সুযোগ পাবেন। ২১ মার্চের মধ্যে এই টাকা খরচ করতে হবে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/khusbu-sundar-resigned-from-the-congress-and-joined-the-bjp/
পরিবর্তে সহজ কিস্তিতে সরকারকে সেই টাকা মিটিয়ে দিতে হবে। তবে টাকা লেনদেনের ব্যাকচার্জ সরকার দেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
অর্থনৈতিক চাহিদা মেটাতে উপভোক্তা সম্পর্কিত বেশ কিছু স্কিম এনেছে কেন্দ্র সরকার। এলটিসি ক্যাশ ভাউচার স্কিমের মাধ্যমে অর্থনীতিক ভিত শক্ত করতে চাইছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কোভিডের কারণে সরকারী চাকুরীজীবিদের অর্থনৈতিক মন্দা এসেছিল তাকে রুখতেই সরকারের এই পদক্ষেপ।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে দেশজুড়ে যে অর্থনৈতিক মন্দা চলেছে তা থেকে মুক্তি পেতে অর্থনৈতিক চাহিদা তৈরি করতে হবে এবং উপযুক্ত যোগান দিতে হবে সরকারকে।
শুধুমাত্র ব্যাঙ্কিং লোনের মাধ্যমে কি অর্থনীতির ঘাটতি মেটানো সম্ভব? যদিও কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারগুলিকে উৎসব অগ্রিম স্কিম চালু করার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা লাভবান হবে বলে মনে করেছেন তিনি।