১৫ এপ্রিল অবধি ভিসা বাতিল করায় আইপিএলে অনুপস্থিত থাকতে পারেন বিদেশী খেলোয়াড়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দাবানলের মত ছড়িয়ে পড়ছে করোনা আতঙ্ক। এখনও অবধি ভারতের মধ্যেই ৬৭ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। কোনভাবেই এই সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়তে পারে সেজন্য উপযুক্ত ব্যবস্থা নিয়েছে কেন্দ্র।
ক্রমাগত বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য ১৫ এপ্রিল অবধি সমস্ত ভিসা বাতিল করেছে কেন্দ্র। তাই আগামী ১৫ তারিখ অবধি আইপিএলে কোনও বিদেশী খেলোয়াড় নতুন করে আসতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্র।
আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত জনপ্রিয় হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যে সমস্ত খেলোয়াড়রা বিজনেজ ভিসা নিয়ে ভারতে আসবেন, ১৫ এপ্রিলের আগে তাঁরা ভারতে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়ে দিল কেন্দ্র। আগামী ২৯ এপিল থেকে দেশজুড়ে বসতে চলেছে আইপিএলের আসর। তার আগে বিদেশী খেলোয়াড়দের পাশে পেতে মরিয়া সমস্ত দল।
ইতিমধ্যেই সারা বিশ্বজুড়ে ‘মহামারীর’ আকার নিয়েছে করোনা। এমনটাই জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতিমধ্যেই চার হাজার জন প্রাণ হারিয়েছেন। ভারতে যে ৬৭ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে তাঁদের অধিকাংশ ইতালির বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিদেশের কোনও আধিকারিক, রাষ্ট্রসংঘ বা আন্তর্জাতিক মহলের কোনও আধিকারিক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
আরও পড়ুনঃ সেমিফাইনালে পৌঁছেই টোকিও অলিম্পিকের টিকিট পেলেন মেরি কম
এর আগেই করোনা আক্রান্ত ইউরোপের একাধিক দেশ থেকে আসা পর্যটকদের ভিসা বাতিল করেছে কেন্দ্র। কিন্তু করোনার আতঙ্ক বাড়তে থাকায় পরিস্থিতির কথা মাথায় রেখেই এই ব্যবস্থা নিয়েছে কেন্দ্র।
একই সঙ্গে ১৫ ফেব্রুয়ারির পর যারা চিন, ইটালি, ইরান, কোরিয়া, ফ্রান্স, স্পেন এবং জার্মানি থেকে আসা সমস্ত মানুষকে কমপক্ষে দুই সপ্তাহ বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। পাশপাশি সীমান্তবর্তী এলাকাগুলিতে আলাদা করে নজর রেখেছে কেন্দ্র।