মঙ্গলবারের মধ্যে কলকাতায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে জানাল সিইএসসি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবারের মধ্যে শহরের সর্বত্র বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে বলে সোমবার জানাল সিইএসসি।

এদিন সকালেও সিইএসসির কর্মীরা শহরের একাধিক জায়গায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালিয়েছেন। ঘূর্ণিঝড়ের ফলে বেশ কিছু জায়গায় যেভাবে বিদ্যুতের খুঁটি নষ্ট হয়েছে, গাছ পড়ে বিদ্যুতের তার ছিড়েছে তার ফলে বিদ্যুৎ পরিষেবা ফিরিয়ে আনতে অসুবিধে হচ্ছে বলে সংস্থার তরফে জানানাে হয়েছে।

রবিবার রাতে সংস্থার তরফে ট্যুইট করে জানান হয়েছিল, ৩৩ লক্ষ গ্রাহকের কাছে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর সিইএসসি। তবে লকডাউন চলার জন্য সংস্থার কর্মী অভাব রয়েছে। কম কর্মী নেই তাদের কাজ করতে হচ্ছে। যার ফলে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হতে খানিকটা সময় লাগছে।

কলকাতা শহরে বিদ্যুৎ বিপর্যয়ের দায় পুরসভার নয়, সিইএসসির শোভনের সমালোচনার জবাব ফিরহাদের

এদিন ওই সংস্থার তরফে এক শীর্ষ আধিকারিক বলেন, আমরা বুঝতে পারছি মানুষের অসুবিধা হচ্ছে। একটু সহ্য করুন, খুব তাড়াতাড়ি পরিষেবা স্বাভাবিক হবে।

রাজ্য সরকার , কলকাতা পুরসভা, এসডিআরএফ, এনডিআরএফ, সেনা যেভাবে দুর্যোগ মােকাবিলায় যৌথভাবে কাজ করছে তার ফলে খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানান হয়েছে ।

এদিন সংস্থার তরফে সাধারণ মানুষকে আরেকটু ধৈর্য ধরার কথা বলা হয়। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার সমস্ত অঞ্চলেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে বলে জানিয়েছেন তারা।

সম্পর্কিত পোস্ট