সস্তায় পেট্রোল-ডিজেল বিকোচ্ছে ভুটানে, এক পা দূরে পশ্চিমবঙ্গে নাভিশ্বাস

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ওদিকে মানে ভুটানে সস্তার পেট্রোল ও ডিজেল পাওয়া যায়। এদিকে মানে পশ্চিমবঙ্গে লিটার প্রতি একশ টাকা তো খসবেই জ্বালানি মূল্যে। এক পা দূরে দুই দেশের দু’রকম চিত্র।

শুক্রবার পর্যন্ত এক লিটার পেট্রোলের দাম ভুটানের মূল্যে ৬৮ টাকার মতো। আর ডিজেল মূল্য ৬৬. ৪১ টাকা। যেহেতু ভুটান ও ভারতের টাকার সমান বিনিময় মূল্য,তাই যে কোনও ভারতীয়কে উল্লিখিত দাম দিতে হবে।

প্রতিবেশি দেশে ঢুকে আর সস্তার পেট্রোল ডিজেল কেনার উপায় নেই সীমান্তবর্তী আলিপুরদুয়ারের জয়গাঁবাসীর। অগত্যা সেঞ্চুরি হাঁকানো পেট্রোল কিনে পকেটের গচ্চা দিতে হচ্ছে।

করোনার কারণে সীমান্ত বন্ধ থাকায় আর এই সস্তার পেট্রোল, ডিজেল কেনা যাচ্ছে না। বন্ধ ভুটান গেট। লাল চোখ করে রয়াল ভুটানি পুলিশ পাহারা দিচ্ছে। করোনার আগে যখন তখন ভুটানে ঢুকে জ্বালানি তেল কেনা যেত। ড্রাগন রাজার নির্দেশে এখন সব বন্ধ।

শনির সকালে হঠাৎই দিল্লী সফরে রাজ্যপাল, কারণ অজানা

করোনাভাইরাস রুখতে ভুটান সরকার ভারত সংলগ্ন সব সীমান্ত বন্ধ রেখেছে। ভারত সীমান্তবর্তী ভুটানের জেলাগুলিতে সংক্রমণ বাড়ছে। ভুটান স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ, করোনা বিধিনিষেধ লঙ্ঘন করা যাবে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট, গত এক বছরের বেশি সময় ধরে ভুটান করোনা মোকাবিলায় নজির গড়ে। গত এক বছরে মৃত মাত্র একজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার চালিকাশক্তি ওয়ার্ল্ড হেল্থ অ্যাসেম্বলির সভাপতি এখন ভুটান।

করোনা রুখতে পশ্চিমবঙ্গের তিনটি জেলা কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির সংলগ্ন সীমান্তে কড়া নজরদারি করার নির্দেশ দিয়েছে ভুটান সরকার। ফলে ভর্তুকি পাওয়া জ্বালানি তেলের দেশ ভুটানে ঢুকতে না পেরে হাত কামড়াচ্ছেন সীমান্ত এলাকার ভারতীয় বাসিন্দারা।

সম্পর্কিত পোস্ট