China : ঘণ্টায় ১০০০ কিলোমিটার বেগে চলবে ট্রেন , প্রস্তুতি চালাচ্ছে চিন
অসম্ভবকেই সম্ভব করতে চলেছে শি জিনপিং এর দেশ
The Quiry : China ১০০০ কিমি গতিতে ট্রেন ? ভাবছেন এমন আবার হয় নাকি ? এই অসম্ভবকেই সম্ভব করতে চলেছে শি জিনপিং এর দেশ চিন। বর্তমানে চিনে দ্রুতগতির বুলেট ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় 350 কিলোমিটার। সেই দেশ নিজের তৈরি রেকর্ড যে নিজেই ভাঙতে চলেছে, তা বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে।
উত্তর চিনের শানসি প্রদেশের ডাটং শহরে এই ট্রেনের জন্য একটি সুপারকন্ডাক্টিং ম্যাগলেভ টেস্ট লাইন তৈরি করা হয়েছে। সেই পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে। এটিকে বলা হচ্ছে আল্ট্রা হাই-স্পিড ম্যাগনেটিক লেভিটেশন ট্রেন। চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন লিমিটেড (সিএএসআইসি) শানসিতে অবস্থিত পরীক্ষা অঞ্চলে এই ম্যাগলেভ ট্রেনটি পরীক্ষা করেছে।
China : ঘণ্টায় ১০০০ কিলোমিটার বেগে চলবে ট্রেন , প্রস্তুতি চালাচ্ছে চিন
আরও খবর- কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় চাকরি করার ইচ্ছা ? NIA দিচ্ছে সুযোগ
মাত্র কয়েক ঘণ্টায় চিনের এক কোণ থেকে অন্য কোণে চলে যাবে এই ট্রেন। বর্তমানে 623 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পরীক্ষা করা হয়েছে এই ট্রেনটিকে। এই দ্রুততম ট্রেনটি হ্যাংজু এবং সাংহাইয়ের মধ্যে চালানো হবে বলেই জানা গিয়েছে। প্রথমে এটিকে এমনি চালানো হবে। তারপরে সব কিছু ঠিক থাকলে সেটি যাত্রীদের জন্যও খুলে দেওয়া হবে।