কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় চাকরি করার ইচ্ছা ? NIA দিচ্ছে সুযোগ

শতাধিক শূন্যপদে নিয়োগ

The Quiry : NIAএনআইএ-র ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, হেড কনস্টেবল সহ শতাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। এই বিষয়ে এনআইএ-র তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা nia.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। বিভিন্ন বিভাগে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। তবে প্রার্থীদের ন্যূনতম দ্বাদশ পাশ হতে হবে। যদিও ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। গোয়েন্দা বিভাগে কাজের অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কীভাবে আবেদন করবেন ?

১) প্রথমে NIA –এর অফিসিয়াল ওয়েবসাইট nia.gov.in-এ গিয়ে ফোন নম্বর, ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

২) এবার রেজিস্ট্রার্ড আইডি এবং পাসওয়ার্ড দিয়ে NIA Recruitment -এ প্রবেশ করতে হবে।

৩) এবার আবেদনপত্রটি পূরণ করবেন।

৪) আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। ৫

) এবার অনলাইনে আবেদন ফি জমা দিন।

৬) এবার আবেদনপত্রটি খতিয়ে দেখে জমা দিন।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় চাকরি করার ইচ্ছা ? NIA দিচ্ছে সুযোগ

আরও খবর- IPS Nandini Chakraborty : রাজ্যের পরবর্তী স্বরাষ্ট্রসচিব পদে IPS নন্দিনী চক্রবর্তী

এনআইএ-র মোট ১১৯টি পদে নিয়োগ করা হবে। যার মধ্যে ৪৩ জন ইন্সপেক্টর, ৫১ জন সাব ইন্সপেক্টর, ১৩ জন অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর এবং ১২ জন হেড কনস্টেবল পদে নিয়োগ করা হবে।

সম্পর্কিত পোস্ট