শুভেন্দুর নিরাপত্তারক্ষী মৃত্যু রহস্যের তদন্তে জোর তৎপরতা CID-র
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর তদন্তে জোর তৎপরতা শুরু করেছে সিআইডি। লাগাতার তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ চালাচ্ছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার বিকেলে তমলুকের মানিকতলা জেলা পুলিশ লাইনে পৌঁছয় সিআইডির চার সদস্যের প্রতিনিধি দল।
শুভব্রতর মোট ১১ জন সহকর্মীকে জিজ্ঞাসাবাদ করেন তারা। প্রায় ৭ ঘন্টা ধরে চলে এই জেরা পর্ব। রাত এগারোটায় মানিকতলা পুলিশ লাইনস থেকে বেরিয়ে যান চার সদস্যের প্রতিনিধি দল। এর আগে বুধবার শান্তিকুঞ্জে শুভেন্দু অধিকারীর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তারা।
২০১৮ সালের ১৩ অক্টোবর অস্বাভাবিক মৃত্যু হয় শুভব্রতর। নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে কাঁথি মহকুমা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দ্রুত কলকাতায় নিয়ে আসার পরামর্শ দেন। কলকাতায় আনা হলেও শেষরক্ষা সম্ভব হয়নি।
‘বিকাশ’-র মাধ্যমে টাকা আদানপ্রদান করে সংগঠনের কাজে লাগাত লালু
তারপর কেটে গিয়েছে বেশ কয়েক বছর। ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে বদলে গিয়েছে রাজনৈতিক সমীকরণ। তারপরেই শুভ প্রথম স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল কাঁথি থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেন। প্রশ্ন উঠতে শুরু করে গোটা ঘটনার তিন বছর পর কেন অভিযোগ দায়ের করলেন সুপর্ণা?
পাল্টা জবাবে তিনি জানান শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবারের দাপট রয়েছে গোটা জেলা জুড়ে। তদন্তে প্রভাবিত হওয়ার আশংকা থেকেই তারা অভিযোগ দায়ের করতে পারেননি। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর অভিযোগ দায়ের করেছেন তারা। উল্লেখ্য এর আগেও সুপর্ণা কাঞ্জিলালকে ৫ ঘণ্টা ধরে লাগাতার জেরা করে সিআইডি।