৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা যাবে সিনেমাহল, বড় ঘোষণা সরকারের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ১৫ ই আগস্ট পর্যন্ত জারি বিধিনিষেধে বাড়তি ছাড় ঘোষণা করল রাজ্য সরকার। আগামী শনিবার থেকে শুরু হতে চলা করোনা বিধিনিষেধের ক্ষেত্রে রাজ্য সরকার সিনেমা হল খোলার ছাড়পত্র দিয়েছে। সব ধরনের কোভিড বিধি মেনে সর্বাধিক পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলা যাবে বলে সন্ধ্যায় নবান্ন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

করোনা সংক্রমণ রুখতে রাজ্যে জারি থাকা কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হলো। আগামী ১৫ ই আগস্ট পর্যন্ত ওই বিধি-নিষেধ বলবৎ থাকবে বলে আজ নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাজ্যে কঠোর বিধিনিষেধের মেয়াদ বাড়ল ১৫ আগস্ট পর্যন্ত। এই দফাতেও বন্ধ লোকাল ট্রেন।

এই দফা তেও লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। স্কুল-কলেজ সব শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন পার্ক ইত্যাদিও বন্ধ রাখা হচ্ছে। তবে বাজার, দোকান, সরকারি বেসরকারি অফিস ইত্যাদি খোলার নিয়ম অপরিবর্তিত থাকছে।

নৈশকালীন বিধি-নিষেধ কঠোরভাবে পালন করা হবে বলেও নির্দেশিকা জানানো হয়েছে। রাত ৯ টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়া গাড়ি ঘোড়া ও মানুষ জন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট