তৃতীয় দফার নির্বাচনে চলল গুলি, বাড়ানো হল নিরাপত্তা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রথম এবং দ্বিতীয় দফার শান্তিপূর্ণ নির্বাচনের পর বিহার বিধানসভার তৃতীয় দফার নির্বাচনে চলল গুলি। ভোট দিতে আসা ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ বাঁধে। বিহারের পুর্ণিয়ার কসবার ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ।

অন্যদিকে পুর্ণিয়ার ধামদহর একটি বুথের বাইরে চলে গুলি। যদিও ঘটনার পর থেকে নিরাপত্তা বাড়িয়েছে নির্বাচন কমিশন।

শনিবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে বিহার বিধানসভার তৃতীয় দফার নির্বাচন। ৭৮ টি আসনে মোট ভোটার সংখ্যা ২.৩৫ কোটি। দুপুর ১ ট অবধি ভোট পড়েছে ৩৪.৮২ শতাংশ। কোথাও নৌকা করে জলপথ পার হয়ে আবার কোথাও বাঁশের ব্রিজ পার করে ভোট দিতে আসছেন সাধারণ মানুষ। এলাকায় উন্নয়ন না হওয়ার কারণে ভোট দিতে যাননি বেগুসরাইয়ের একটি কেন্দ্রের বাসিন্দারা।

শনিবার সকালেই টুইট করে সকল বিহারবাসীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গনতন্ত্রকে মজবুত করতে ভোট দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। সেইসঙ্গে মাস্ক পড়তে এবং সামাজিক দুরত্ব বজায় রাখার কথা জানিয়েছেন তিনি।

তবে তৃতীয় দফার ভোটেও এনডিএ জোটকে বিঁধতে বিন্দুমাত্র পিছপা হননি মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। ইতিহাসের পাতায় থেকে যাবেন নীতিশ কুমার, কটাক্ষ লালু পুত্রের।

শেষ দফার ১৬ টি আসনে প্রার্থী দিয়ে জল্পনা বাড়িয়েছেন মিম প্রধান আসাদ্দুদিন ওয়েইসি৷ এর ফলে মহাজোটের ভোট কাটার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পুর্ণিয়া, আরারিয়া এবং কাটিহারে কঠিন লড়াই দিতে চলেছে এনডিএ শিবির।

৭৮ টি বিধানসভার মধ্যে উল্লেখ্যযোগ্য প্রার্থী হিসাবে রয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপি মন্ডলের নাতি নিখিল মন্ডল। এবার নীতিশের জেডিইউয়ের টিকিটে মাধেপুরা আসন থেকে লড়াই করবেন তিনি।

কিষানগঞ্জ, আরারিয়া, কাটিহার, পুর্ণিয়া, মাধেপুর, মধুবনী, দারভাঙ্গা, মুজাফরপুর সহ ৭৮ টি আসনে লড়াই একেবারে টক্করে টক্করে হবে তা বলার অবকাশ থাকে না।

বেনিপট্টির বিজেপি প্রার্থী বিনোদ নারায়ন ঝাঁ কেও তারকা প্রার্থী হিসাবে ধরা হচ্ছে। মুজ্জাফরপুরের বিজেপি প্রার্থী সুরেশ শর্মা। এছাড়াও সোপালের এনডিএ প্রার্থী বিজেন্দ্র যাদব এবং নরেন্দ্র নারায়ন যাদব শনিবারের ভোটে উল্লেখযোগ্য প্রার্থী হিসাবে লড়বেন।

এছাড়াও মহাজোটের উল্লেখযোগ্য প্রার্থী হিসাবে থাকছেন ভক্তিয়ারপুরের আরজেডি প্রার্থী মুকেশ সাহানী। মধেপুরা জেলার বিহারীগঞ্জ আসনে লড়াই করবেন শরদ যাদবে কন্যা সুহাসিনী রাজ। সুহাসিনীর প্রচারে এসে আলাদা করে ভোট চেয়েছেন রাহুল গান্ধী। তাই তাঁর ওপরেও রাজনৈতিক মহলের বিশেষ নজর থাকবে।

সম্পর্কিত পোস্ট