আইএসএলের আগে কতটা তৈরি কোচ হাভাসের এটিকে মোহনবাগান
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সময় আর বেশী নেই। তাই প্রথম একাদশের খোঁজে নেমে পড়েছে সমস্ত দল। সেইমতো কাজ শুরু করে দিয়েছেন কোচ অ্যান্তনিও হাবাস। সেইমতো দুবেলা অনুশীলন শুরু করেছে সবুজ মেরুন শিবির। ডিফেন্সের পাশাপাশি ফরোয়ার্ডে নজর দিয়েছেন তিনি।
দলের পুরাতনদের সঙ্গে নতুনের বোঝাপড়া কেমন হবে সেটাও বুঝে নিতে চান কোচ হাভাস। দলে রক্ষণভাগ সামলাতে আনা হয়েছে স্প্যানিশ ডিফেন্ডার তিরি। দলের মধ্যে নতুন জায়গা পেয়েছেন সন্দেশ ঝিঙ্গান। সঙ্গে থাকছে অঙ্কিত মুখার্জী, সুমিত রাঠি, প্রীতম কোটাল।
অন্যান্য দলের তুলনায় এবারের আইএসএলে এটিকে মোহনবাগানের ডিফেন্স সবথেকে মজবুত বলে মনে করা হচ্ছে। তিরির সঙ্গে সন্দীপ ঝিঙ্গান এবং প্রীতমের সঙ্গে প্রবীরদের খেলানোর সম্ভাবনা সবথেকে বেশী।
ডিফেন্স মিডফিল্ডে রয়েছে কার্ল ম্যাকয়, প্রণয় হালদার, সেখ শাহিল এবং মাইকেল রিজি। রাইট উইঙ্গারে দেখা যেতে পারে প্রবীর দাস এবং জয়শ রানেকে। লেফট উইঙ্গারে থাকতে পারেন মাইকেল সুসাইরাজ। তবে অ্যাটাকিং মিডিফিল্ডার হিসাবে প্রথম একাদশে জ্যাভিয়ের হার্নান্ডেজ, এডু গার্সিয়া এবং গ্যান মার্টিনেজকে ব্যবহার করতে পারেন কোচ হাভাস।
চারজন শক্তিশালী স্ট্রাইকারদেড় মধ্যে প্রথম একাদশে থাকছেন ৩৩ বছর বয়সী রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, মনবীর সিং। তবে এবারের আইএসএলে বিশেষ নজর থাকবে জবি জাস্টিনের দিকেও।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/why-amit-shah-did-not-meet-with-hathras-family-ask-adhir-ranjan-chowdhury/
প্রথম একাদশ বাছার পাশাপাহি সেট পিসের সময় কোন খেলোয়াড়ের পজিশন কি হবে তা ঠিক করে দিয়েছেন কোচ হাভাস। রণনীতি প্রকাশ্যে না আনার জন্য কালো পর্দা ঢেকে অনুশীলন চালাচ্ছেন হাভাস। ২০ নভেম্বর কিবু ভিকুনার বিরুদ্ধে প্রথম লড়াই শুরু হবে এটিকে মোহনবাগানের। এবারের আইএসএলে হট ফেভারিট হিসাবে বেছে নেওয়া হয়েছে সেই দলকেই।