মুক্তি পেলেন ছত্তিসগড়ে মাও হামলায় বন্দী সেনা জওয়ান

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার ছত্তিসগড়ে মাওবাদী এবং সেনা সংঘর্ষে শহীদ হন ২২ জন জওয়ান। ঘটনায় একজন জওয়ানের অপহরণের খবর পাওয়া যায়। ওই সেনা জওয়ানের নাম রাকেশ্বর সিং মানস। টানা ১০০ ঘন্টা মাওবাদীদের হাতে আটক থাকার পর মুক্তি পেলেন ওই সেনা জওয়ান।

মুক্তির খবর পেয়েই খুশির রোশনাই ওই সেনা জওয়ানের পরিবারে। সুস্থ অবস্থায় তিনি ফিরেছেন একথা জানান। রাকেশ্বরের স্ত্রী মীনু।

শনিবার ছত্তিসগড়ের বিজাপুর জেলায় মাওবাদীদের ডেরায় হানা চালায় ২ হাজার সেনা। ঘটনায় ২২ জন সেনা জওয়ান শহীদ হন। পুলিশের তরফে দাবী করা হয় ২৫ থেকে ৩০ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। মৃত সেনাদের থেকে অস্ত্র সহ একাধিক জিনিস লুঠ করে মাওবাদীরা। প্রায় ৩ ঘন্টা ধরে মাওবাদীদের সঙ্গে লড়াই করার পর সেনা জওয়ানকে অপহরণ করে মাওবাদীরা।

ঘটনায় শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শান্তি এবং বিকাশের জন্য আমাদের এই লড়াই জারি রাখতে হবে। টুইটারে বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

গত সোমবার স্থানীয় এক সাংবাদিক জানান, মাওবাদীদের হেফাজতে রয়েছেন রাকেশ্বর। এবিষয়ে তাঁকে আশ্বস্ত করেছেন মাও শীর্ষ নেত্রী মাধবী হিদমা। পরে রাকেশ্বরের একটি ছবি প্রকাশ করা হয়।

গত বছরের মার্চ মাসেই মাওবাদী এবং সেনা জওয়ানের সংঘর্ষের ঘটনা সামনে আসে। গত চার বছরে বস্তার, সুকমা অঞ্চলে ক্যাম্প বাড়িয়েছে কোবরা বাহিনী। তার কারণেই পিছু হটতে বাধ্য হয়েছে মাওবাদীরা।

সম্পর্কিত পোস্ট