Rahul Gandhi Punjab : পাঞ্জাবে দলের ঝামেলা মেটাতে গিয়ে বিতর্ক উস্কে দিলেন রাহুল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার পাঞ্জাবে প্রথম ভোট প্রচারে যান রাহুল গান্ধি। তাঁর কর্মসূচি ঘিরে নিচুতলার কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ ছিল। তবে এদিন তাঁর সামনেই বারেবারে পাঞ্জাবে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে ওঠে।

তিনি পরিষ্কার বুঝতে পারেন শিয়রে নির্বাচন হলেও দল পুরোপুরিভাবে দুই শিবিরে বিভক্ত। এরপরই মুখ্যমন্ত্রী চরঞ্জিৎ সিং চন্নি ও দলের রাজ্য সভাপতি নভজ্যোৎ সিং সিধুকে পাশে বসিয়ে কড়া বার্তা দেন রাহুল।দলের গোষ্ঠীদ্বন্দ্ব যাতে বিধানসভা ভোটে ছাপ না ফেলে তাই রাহুল এদিন যুযুধান দুই নেতাকে পাশে বসিয়ে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মুখ একজন‌ই হবেন।

তিনি বলেন, “একটি পদের জন্য কখন‌ও দু’জন মুখ হতে পারে না।” কংগ্রেসের এই প্রাক্তন সভাপতি এও জানান ভোটের আগেই দলের মুখ্যমন্ত্রী পদ প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এই প্রসঙ্গে তিনি বলেন, “কর্মীদের মতামত নিয়েই দল মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নাম ঘোষণা করবে।

Pakistan Journalist Murder : সাংবাদিক খুনের প্রতিবাদে উত্তাল পাকিস্তান

রাহুল গান্ধীর এই ঘোষণা বুঝিয়ে দিচ্ছে যে পাঞ্জাবে দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কংগ্রেস হাইকমান্ড যথেষ্ট বিরক্ত। তারা এই ঝামেলা এবার পুরোপুরি মিটিয়ে ফেলতে চাইছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বিধানসভা ভোটের আগে যে কোন‌ও একজনকে মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করলে অপর শিবির অন্তর্ঘাত করবে না তো?

উল্লেখ্য ক্যাপ্টেন অমরিন্দর সিং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর দলিত চরঞ্জিৎ সিং চন্নিকে মুখ্যমন্ত্রী করে কংগ্রেস। যদিও রাজ্য সভাপতি নভজ্যোৎ সিং সিধু মুখ্যমন্ত্রীর গদিতে বসার জন্য কম তদবির করেননি। সেই সময় বাধ্য হয়ে সিধু রণে ভঙ্গ দেন।

কিন্তু বিধানসভা ভোট এগিয়ে আসতেই তিনি নিজেকে ফের মুখ্যমন্ত্রী মুখ হিসেবে তুলে ধরতে শুরু করেছেন। এই নিয়ে তাঁর একাধিক প্রকাশ্য মন্তব্য দলকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে। যদিও বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে কংগ্রেসের নিচুতলার কর্মী-সমর্থকরা চন্নিকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন।

এই পরিস্থিতিতে কংগ্রেস হাইকমান্ড যদি চন্নিকে মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করে তখন সিধু শিবির কি করবে এখন সেই দিকেই তাকিয়ে আছে সকলে।

সম্পর্কিত পোস্ট