Punjab Assembly Election 2022: প্রথমদফায় প্রার্থী তালিকা প্রকাশ করে চমক কংগ্রেসের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভোটের বাজনা বেজেছে পাঞ্জাবে। গৃহযুদ্ধ সামলে  বিধানসভা নির্বাচনে শাসকের  আসনের টিকে থাকা কংগ্রেসের কাছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। ১৪ ফেব্রুয়ারি একদফায় পাঞ্জাবের বিধানসভা নির্বাচন। ভোট গণনা হবে ১০ মার্চ।

২০১৭ সালের বিধানসভা নির্বাচনে ৭৭ টি আসন জিতেছিল কংগ্রেস। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ১০ বছর ক্ষমতায় থাকা শিরোমনি আকালি দল এবং বিজেপিকে ক্ষমতাচ্যুত করেছিল ভারতের সবথেকে প্রাচীন রাজনৈতিক দল। তাৎপর্যপূর্ণ বিষয় হলো সেবারের বিধানসভা নির্বাচনে ২০ টি  আসুন জিতে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছিল আম আদমি পার্টি।  শিরোমনি অকালি দল ১৫ টি আসনের জিতলেও বিজেপির ঝুলিতে ছিল মাত্র তিনটি আসন।

গত বছর সেপ্টেম্বর মাসে পাঞ্জাবের শাসক শিবিরের অন্দরে তুমুল অসন্তোষ দেখা যায়।  মুখ্যমন্ত্রীর পদ থেকে অমরিন্দর সিং ইস্তফা দেন। পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি নভজোৎ সিং সিধুর সঙ্গে  অমরিন্দর সিং এর লড়াই প্রকাশ্যে চলে আসে। সেই দ্বন্দ্বের  অবসান ঘটিয়ে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব দেওয়া হয় চরণ জিৎ সিং চান্নিকে।

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সোনিয়া গান্ধীর নেতৃত্বে নির্বাচন কমিটির বৈঠকে বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। সেই প্রার্থী তালিকা অনুযায়ী

  • প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধু প্রতিদ্বন্দ্বিতা করবেন অমৃতসর পূর্ব কেন্দ্র থেকে।
  • বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি প্রতিদ্বন্দ্বিতা করবেন চমকৌর সাহেব থেকে।
  • উপমুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রনধাওয়া ডেরা বাবা নানক কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
  • পরিবহন মন্ত্রী রাজা অমরিন্দর ওয়ারিং গিদ্দারবাহা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
  • রাজ্যসভার সাংসদ প্রতাপ সিং বাজওয়া কাদিয়ান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন
  • গায়ক সিধু মুসওয়ালা মানসা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দিন কয়েক আগেই কংগ্রেসে যোগ দিয়েছিলেন বলিউড অভিনেতা সোনু সুদের বোন মালবিকা সুদ। কংগ্রেসে যোগদানের দিন থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল, তাঁকে প্রার্থী করতে পারে দল। মালবিকাকে মোগা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে কংগ্রেস।

তবে এতে বেজায় চটেছেন মোগা থেকে বর্তমান কংগ্রেস বিধায়ক হরজ্যোত কমল। টিকিট কাটা যাওয়ার পরই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। একইসঙ্গে আম আদমি পার্টি থেকে কংগ্রেসে যোগ দেওয়া বিধায়ক নির্মল সিংকে প্রার্থী করেছে কংগ্রেস।

ভাঙছে বঙ্গ বিজেপি! শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে আলাদা কমিটি গঠনের হুঁশিয়ারী বিক্ষুব্ধ নেতাদের

৮৬ টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। তার মধ্যে মাত্র ৯ আসনে টিকিট দেওয়া হয়েছে মহিলাদের। যদিও কংগ্রেসের তরফে দাবি করা হয়েছিল ৪০% আসনে মহিলাদের টিকিট দেওয়া হবে। তবে এখনো স্পষ্ট হয়নি কে হবেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন।  দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা কবে হবে তা এখনও কংগ্রেসের তরফে জানানো হয়নি।

কৃষক বিক্ষোভের পর প্রথম ভোট হতে চলেছে পাঞ্জাবে। প্রথম থেকেই কৃষকদের এই আন্দোলনে তাদের পাশে থেকে সমর্থন জানিয়েছেন রাহুল গান্ধী। সেদিক থেকে দেখলে কংগ্রেসের ভিত শক্ত হলেও অন্যদিকে দলের অন্দরের অসন্তোষ এবারের বিধানসভা নির্বাচনে যথেষ্ট চাপে ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। একই সঙ্গে রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, কংগ্রেসের সঙ্গে এবার সেয়ানে সেয়ানে লড়াই করতে দেখা যাবে আম আদমি পার্টিকে।

সম্পর্কিত পোস্ট