ফের নক্ষত্রপতন, না ফেরার দেশে কোরিওগ্রাফার সরোজ খান…

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রয়াত ভারতের কোরিয়োগ্রাফার সরোজ খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। বেশ কিছুদিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন তিনি। ২৪ জুন গুরুনানক হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত দুটো নাগাদ সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। শুক্রবার সকালে তার মেয়ে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

হাসপাতালে ভর্তি করার পরেও অন্যান্য লক্ষণ না থাকায় কোভিড টেস্ট করা হয়। তবে সেখানেও রিপোর্ট নেগেটিভ আসে। যদিও ঠান্ডা লাগার কারণে এই সমস্যা দেখা গিয়েছিল বলে জানা গিয়েছে।

দু থেকে তিন মাস অবজারভেশনে রেখে দেওয়ার পর ছাড়ার কথা ছিল। কিন্তু তা আর হল না বৃহস্পতিবার অমৃতলোকে যাত্রা করলেন তিনি।

১৯৭৪ সালে গীতা মেরা নাম ছবিতে প্রথম কোরিয়োগ্রাফ করেন তিনি। তারপর ৪ দশক ধরে দু হাজারের অধিক গান কোরিয়োগ্রাফ করেছেন। “এক দো তিন”, ” হাম কো আজ কাল হেয় ইন্তেজার”, “ধাক ধাক করনে লাগা”, “চোলি কে পিছে কেয়া হেয়”, ” “নিম্বুড়া”, “ডোলা রে ডোলা” মত বিখ্যাত গানে কোরিয়োগ্রাফ করেছেন তিনি।

শেষবার কলঙ্ক ছবিতে মাধুরী দীক্ষিতের সঙ্গে কোরিয়োগ্রাফ করেছেন তিনি।

বিখ্যাত কোরিয়োগ্রাফার সরোজ খানের মৃত্যুতে শোকাহত গোটা বলিউড। টুইটারে শোক প্রকাশ করেছেন বহু অভিনেতা-অভিনেত্রী।

সম্পর্কিত পোস্ট