YouTuber Kiran Dutt : ২৪ বছরের ইউটিউবার কিরণ দত্ত , দ্যা বং গাইয়ের মাধ্যমিকের রেজাল্ট কেমন ছিল ? চমকাবেন আপনিও !

অনেক লড়াই করে সফল একজন ইউটিউবার

The Quiry : অনেক লড়াই করে সফল একজন ইউটিউবার হয়েছেন কিরণ (YouTuber Kiran Dutt )। তিনি কি মন্দ ছাত্র ছিলেন নাকি ? ক্লাসে ফেল করেছিলেন নাকি ? মাসে লাখ-লাখ টাকা আয়! ২৪ বছরের ইউটিউবার কিরণ দত্তর মাধ্যমিকের রেজাল্ট দেখে আঁতকে ওঠেন শিক্ষক। ছাত্র হিসাবে কেমন ছিলেন কিরন ?

একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছিলেন কিরণ। প্রমাণ তাঁর মার্কশিট। ক্লাস টেনের রেজাল্ট শেয়ার করে কিরণ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “যে ফিল্ডেই কাজ করো না কেন, প্রাথমিক শিক্ষা থাকা খুব গুরুত্বপূর্ণ। অন্য কিছু করা মানেই পড়া বন্ধ, এ ধারণা কিন্তু ভুল। তবে রেজ়াল্টের জন্য নিজেকে খাটো করে দেখা অনুচিত। পরিশ্রম করতে জানলে আর নিজের উপর বিশ্বাস রাখলে কেউই আটকাতে পারবেন না….”।

নিজের মাধ্যমিকের রেজ়াল্ট নিজেই সকলের সামনে তুলে ধরেছেন কিরণ। অধিকাংশ বিষয়েই তিনি পেয়েছেন ‘AA’ গ্রেড। এর অর্থ, তিনি ‘আউটস্ট্যান্ডিং’। ইউটিউবার কিরণের মার্কশিট চোখে পড়ে এক শিক্ষকের। ঘটনাচক্রে তিনি কিরণে অনুরাগীও। তিনি কমেন্ট করে লিখেছেন, “কিরণ, তোমাকে অভিনন্দন। দারুণ রেজ়াল্ট করেছিলে তুমি। আমি একজন শিক্ষক। আমি তোমার বড় ভক্ত। তোমাকে অনুরোধ করছি, ছোট-ছোট ভাই-বোনদের অনুপ্রাণিত করো পড়াশোনার ব্যপারে। তোমার কথার অনেক মূল্য। খারাপভাবে নিও না। আমি তোমার শুভাকাঙ্ক্ষী। তোমার পেশাকে আগিয়ে নিয়ে চলো ….”।

YouTuber Kiran Dutt : ২৪ বছরের ইউটিউবার কিরণ দত্ত , দ্যা বং গাইয়ের মাধ্যমিকের রেজাল্ট কেমন ছিল ? চমকাবেন আপনিও !

আরও খবর- Kolkata Metro : কলকাতা মেট্রোতে মিলছে চাকরির সুযোগ , আবেদন করুন এখনই

কিরণকে ইউটিউবে সফল হতে দেখে অনেক তরুণ-তরুণীরাই এখন সফল ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখছেন। কিন্তু ছেলেমেয়েদের বাবা-মায়েদের সন্দেহ এখনও দূর হয়নি। তাঁদের এখনও মনে হচ্ছে, ইউটিউব করে কিস্সু হবে না। অনেকে আবার এটাও বলেন, লেখাপড়ায় ফেল, কেউ চাকরি দেবে না, তাই ইউটিউব করে টাকা রোজগারের ফিকির। তাঁদের সামনেই আয়না তুলে ধরেছেন কিরণ।

সম্পর্কিত পোস্ট