আসছে বিশেষ বিমান সপ্তাহান্তে ব্রাজিলে পৌঁছাবে ভারতের করোনা টিকা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামীকাল থেকে দেশব্যাপী টিকাকরণের কাজ শুরু হচ্ছে। টিকাকরণের ক্ষেত্রে যাতে নতুন কোনো কোনো সমস্যা না হয় তাতে তৎপর রয়েছে প্রশাসন। দেশের বিভিন্ন প্রান্তে চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার কাজ চলছে।

দেশব্যাপী টিকাকরণ ছাড়াও ভ্যাকসিন রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারত। এই সপ্তাহের শেষে ব্রাজিলের বিশেষ বিমান পৌঁছাবে মুম্বাইতে। তাতেই কুড়ি লক্ষ ভ্যাকসিনের ডোজ ভারত থেকে ব্রাজিলে পাঠানো হবে। কিছুদিন আগেই ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারো ভারতের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছিলেন ভ্যাকসিন এর জন্য।

ব্রাজিলের প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে পাঠানো সেই চিঠিতে অনুরোধ করেছিলেন ভারতের টিকাকরণের ক্ষেত্রে কোনরকম সমস্যা তৈরি না করে জরুরি ভিত্তিতে কুড়ি লক্ষ ভ্যাক্সিনের ডোজ ব্রাজিলে পাঠানোর জন্য।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/tmc-mp-satabdi-roy-is-going-to-delhi-bjp-joining-is-at-peak/

প্রাথমিকভাবে জানা গিয়েছ, সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি হলেও ভারত বায়োটেকের তৈরি নিজস্ব ভ্যাকসিন নিতে চায় ব্রাজিল। একইসঙ্গে ব্রাজিলের তরফে জানানো হয়েছে চীনের থেকে ভ্যাকসিন ব্রাজিলে রপ্তানির ক্ষেত্রে বেশ কিছু সমস্যাও তৈরি হয়েছে। টিকাকরণের কর্মসূচিতে অংশ নিতে চেয়ে ব্রাজিল ভারতকে অনুরোধ জানায় ।আর সেই অনুরোধে সাড়া দেয় ভারত।

শুক্রবারে ব্রাজিলের বিশেষ বিমান ভারতে আসার কথা থাকলেও আন্তর্জাতিক বেশকিছু সমস্যা চলে আসায় তা পিছিয়ে যায়। দুই পক্ষের কাগজপত্র তৈরীর প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। একই সঙ্গে ভ্যাকসিন রপ্তানির ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়ে গিয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট