করোনা আবহঃ ফের পথে সচেতনতার প্রচারে মাইকিং মুখ্যমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রতিদিনই শহরের রাস্তায় বেরিয়ে পড়ছেন মুখ্যমন্ত্রী। করছেন মাইক নিয়ে সচেতনতার প্রচার। শুক্রবার বিকেলে যাদবপুর এইট-বি বাসস্ট্যান্ডে সচেতনতামূলক প্রচার করতে যান মুখ্যমন্ত্রী।

যাদবপুর থেকে বেরিয়ে ইএম বাইপাসে যান তিনি৷ সেখানেও করোনা সচেতনতার বার্তা দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷।

এদিনও গাড়ি থেকেই সকলকে লকডাউন মেনে চলার জন্য় ধন্য়বাদন জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে মারণ করোনার বিরুদ্ধে লড়াই করতে আগামি দিনগুলিতেও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে এলাকাবাসীকে আবেদন জানান মুখ্যমন্ত্রী।

গত কয়েকদিন ধরেই কলকাতার বিভিন্ন এলাকায় করোনা সচেতনতায় নিজেই প্রচার সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে পার্ক সার্কাস, রাজাবাজার, খিদিরপুর, বেহালায় গিয়ে সচেতনতার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে করোনা আবহ : মুখ্যসচিবকে চিঠি কেন্দ্রীয় প্রতিনিধিদলের

করোনা মোকাবিলায় লকডাউন পুরোপুরিভাবে সফল করতে স্থানীয় বাসিন্দাদের আবেদন জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে লকডাউন চলাকালীন কারও জরুরি কোনও সমস্যা হলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতেও আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুক্রবার বিকেলে গাড়িতে যাদবপুরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। এইচ-বি বাসস্ট্যান্ডে গাড়ি থামিয়ে মাইকে সচেতনতার বার্তা দেন। করোনা রুখতে আবারও মাস্ক পরার অনুরোধ জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ‘লকডাউন চলছে বলে গাড়ি থেকে নেমে আপনাদের সঙ্গে দেখা করতে পারছি না। করোনা মোকাবিলায় আপনারা সহযোগিতা করছেন। ঘরে থাকুন, সুস্থ থাকুন। ঘরে থেকেই সমস্ত ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করুন।’

করোনার সংক্রমণ রুখতে বারবার হাত ধুতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এদিন মুখ্যমন্ত্রীও আরও একবার করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে ঘণ্টায় ঘণ্টায় সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট