করোনা আক্রান্ত মুখ নির্বাচনী কমিশনার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আক্রান্ত মুখ্য নির্বাচনী কমিশনার সুশীল চন্দ্র। করোনার কবলে আরও এক নির্বাচন কমিশনার রাজীব কুমারও। আপাতত বাড়িতেই রয়েছেন তাঁরা। সেখান থেকেই নির্বাচন সংক্রান্ত কাজ পরিচালনা করছেন তাঁরা। নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন তাঁরা।
পাঁচ দফার নির্বাচনের পর এখনও রাজ্যে বাকি তিন দফার নির্বাচন। মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র এবং নির্বাচন কমিশনবার রাজীব কুমারের আক্রান্ত হওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ বেড়েছে।
আরও পড়ুনঃ করোনার জেরে বাতিল আইসিএসসি বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা
কিছুদিন আগেই সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশনার। বৈঠকে তিন দফার নির্বাচনকে দুই দফার করার জন্য আবেদন জানান তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু তাতে রাজি হয়নি বিজেপি।
দেশজুড়ে নতুন করে বাড়ছে করোনা আতঙ্ক। প্রতিদিন মৃতের সংখ্যা হাজার পার করেছে। এরি মধ্যে করোনার রাশ টানতে লকডাউনের পথে হাঁটছে একাধিক রাজ্য। ১ মে থেকে ১৮ বছরের উর্ধ্বে সকলকে টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র।