উত্তরের জেলায় জেলায় পৌঁছে গিয়েছে করোনার টিকা, অপেক্ষা সময়ের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  বৃহস্পতিবার কোচবিহারে এসে পৌঁছালো কোভিড ভ্যাক্সিন। মোট ১৮ হাজার ৫০০ ডোজ পেল কোচবিহার। তিনটি বাক্সে রাখা হয়েছে ডোজ গুলিকে। ১৬ তারিখ জেলার নয়টি কেন্দ্র থেকে দেওয়া হবে ভ্যাক্সিন। কোচবিহারের স্বাস্থ্য ও পরিবার কল্যান বিভাগের বিল্ডিং-এ শীততাপ নিয়ন্ত্রিত একটি ঘরে  রাখা হয়েছে ভ্যাক্সিন গুলিকে।

বুধবার রাত ১২ টা নাগাদ ভ্যাকসিন পৌঁছানোর সঙ্গে সঙ্গে শিলিগুড়িতে তৎপরতা শুরু হয়ে যায়। বৃহস্পতিবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় পৌছে যায় ভ্যাক্সিন।

বুধবার সন্ধ্যেতেই ভ্যাক্সিন বন্টন কীভাবে হবে তা নিয়ে বৈঠকে বসেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। কেন্দ্রের তরফে আগেই জানানো হয়েছে প্রথমে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের ভ্যক্সিন দেওয়া হবে। প্রতিটি জেলায় স্বাস্থ্য কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে এই ভ্যাক্সিন সংরক্ষন করার।

যেসব স্বাস্থ্য কর্মী ভ্যাক্সিন সংরক্ষনের দায়িত্বে রয়েছেন তাদের আলাদা আলাদা পরিচয়পত্র থাকবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ দার্জিলিং জেলায় করোনা ভ্যাক্সিন এসে পৌছয়। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য বলেন, ভ্যাকসিনের ১৮ হাজার ডোজ এসেছে। আগামী শনিবার থেকে টিকাকরণের প্রক্রিয়া শুরু হবে। প্রথম দফায় দার্জিলিং জেলায় ১৫,৯৯৭ জনকে প্রতিষেধক দেওয়া হবে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/election-day-could-be-announced-in-february-hinted-by-the-by-election-commissioner/

প্রথমার্ধে দার্জিলিং জেলায় ৭টি পয়েন্ট থেকে এই প্রক্রিয়া শুরু হবে। পরে ২১টি পয়েন্ট থেকে ভ্যাকসিন দেওয়া হবে। দার্জিলিং জেলার জন্য ১৮ হাজার ভ্যাকসিন এসেছে।

তার আগে প্রত্যেক ব্লকের স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে ট্রেনিং এবং মিটিং করা হয়েছে ইতিমধ্যেই। স্বাস্থ্য ভবনের নির্দেশ অনুযায়ী ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু করা হবে। প্রথমার্ধে দার্জিলিং জেলায় প্রায় ১৫৯৯৭ জনকে করোনা টিকা প্রদান করা হবে।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, প্রথমদিকে দার্জিলিং জেলায় ৭টি কেন্দ্রে টিকাকরণ শুরু হবে। শিলিগুড়ি জেলা হাসপাতাল, খড়িবাড়ি, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া ব্লক হাসপাতাল, কার্শিয়াং হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং দার্জিলিং জেলা হাসপাতালে এই টিকাকরণ শুরু করা হবে।

সম্পর্কিত পোস্ট