#Coronavirusআর্থিক মন্দার মুখে সমগ্র বিশ্ব
পরিস্থিতি আরও খারাপ হতে পারে যদি বিভিন্ন দেশের আর্থিক কার্যকলাপ আরও বেশি দিন বন্ধ রাখতে হয় এবং পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা যদি না করা যায় ।
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- নোভেল করোনা ভাইরাসের জেরে লকডাউন জারি করেছে একাধিক দেশ । এর ফলে বিশ্বের অর্থনীতির উপর ক্রমশ হচ্ছে মন্দার মেঘ ।
সকলেরই মনে আছে ২০০৯ সালের কথা । আর্থিক মন্দার সম্মুখীন হয়েছিল গোটা বিশ্ব । ভেঙ্গে পড়েছিল প্রথম সারির দেশগুলির অর্থব্যবস্থা ।
করোনার প্রকোপে তার থেকেও ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ।
আর্থিক মন্দার মুখে বিশ্ব
বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের অর্থনীতি ও সমাজ বিষয়ক দফতর চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে ।
নোভেল করোনা ভাইরাসের প্রভাবে ২০২০ সালে বিশ্বের জিডিপি সরাসরি ০.৯% কমতে পারে ।
পরিস্থিতি আরও খারাপ হতে পারে যদি বিভিন্ন দেশের আর্থিক কার্যকলাপ আরও বেশি দিন বন্ধ রাখতে হয় এবং পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা যদি না করা যায় ।
[ আরও পড়ুন : মেয়াদি ঋণের উপর ইএমআই স্থগিত, সিদ্ধান্ত এসবিআই-এর ]
একই দিনে ইক্রা, মুডি’জ়ের মতো বিভিন্ন মূল্যায়ন সংস্থা জানিয়েছে, করোনার প্রভাব এড়াতে পারবে না ভারতের দুস্থ আর্থিক ব্যবস্থাও ।
Covid19 থেকে বাঁচতে সীমান্ত বন্ধ করেছে ১০০টিরও বেশি দেশ । ফলে আমদানি-রফতানি কার্যত বন্ধ ।
রাষ্ট্রপুঞ্জ বলছে, পরিস্থিতি কত দিনে বদলাবে, তা নির্ভর করছে চিকিৎসা ব্যবস্থা ও ত্রাণের উপরে ।
আবার উত্তর আমেরিকা, ইউরোপ অঞ্চলের রফতানির উপরে অনেকটাই নির্ভর করে উন্নয়নশীল দেশগুলির অর্থনীতি ।
অথচ, উন্নত দেশগুলিতেও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বেকারত্ব । আমেরিকায় ত্রাণের জন্য যে হারে আবেদন আসছে, তা অনেকের কাছেই বিস্ময়ের।
আর্থিক মন্দার মুখে সমগ্র বিশ্ব, বাস্তব চিত্র
- আমেরিকায় দু’সপ্তাহে প্রায় ১ কোটি মানুষ বেকারত্ব ভাতার আর্জি জানিয়েছেন।
- কর্মীদের জন্য স্বেচ্ছায় চাকরি ছাড়া বা অবসরের প্রকল্প এনেছে বোয়িং।
[ আরও পড়ুন : #coronavirusindia : একগুচ্ছ অর্থনৈতিক পদক্ষেপ কেন্দ্রের ]
- ব্রিটিশ এয়ারওয়েজ প্রায় ৩০,০০০ কর্মীকে সাময়িক ভাবে ছাঁটাই করেছে।
- স্পেনে মার্চে কাজ হারানোর কথা জানিয়েছেন ৩.০২ লক্ষ
- কর্মহীনদের জন্য ১০,০০০ কোটি ইউরোর তহবিল তৈরির প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
বিশ্বব্যাপী মূল্যায়ন সংস্থাগুলি ভারতকে জানিয়েছে,
পণ্য উৎপাদন-সহ বহু কাজ বন্ধ থাকায় অনেক সংস্থার আয় ধাক্কা খেতে পারে । ব্যাঙ্ক এবং এনবিএফসিগুলির কাঁধে চাপতে পারে নতুন করে তৈরি হওয়া অনুৎপাদক সম্পদের বোঝা ।