চিনের পর করোনার কবলে বিশ্ববাসী,ভারতে আক্রান্ত ৬

বিশ্বে আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের কাছাকাছি । চিনে নতুন করে আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। কমেছে মৃত্যুর হারও।

দ্য কোয়ারি ওয়েবডেস্ক- চিনের পর করোনায় আক্রান্ত ইউরোপ । সংক্রমণের আশঙ্কা মাঝারি থেকে বেশি বলে ঘোষণা করেছে ইউরোপিয় ইউনিয়ানের রোগ নিয়ন্ত্রয়ক সংস্থা ।

করোনার কবলে ইউরোপ

ইটালিতে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৫২ । আক্রান্তের সংখ্যা দু’হাজার পেরিয়েছে। জার্মানিতে করোনায় আক্রান্ত ১৫০ জন । 

জার্মানির জনবহুল প্রদেশ নর্থ রাইন ওয়েস্টফালিয়া অনির্দিষ্ট কালের জন্য স্কুল বন্ধ রাখার নির্দেশ জারি করেছে ।

শুধু সেখানেই আক্রান্তের সংখ্যা ৭৪। ব্রিটেনে এখনও পর্যন্ত ৩৪ জন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, যে ভাবে দেশে সংক্রমণ ছড়াচ্ছে তাতে আরও সতর্ক হওয়া প্রয়োজন । 

আরও পড়ুন : নভেল করোনা ভাইরাসের জেরে ফের মৃত্যুমিছিল চিনে

তাঁর কথায়, ‘‘আগামী কয়েক দিনে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সব রকম ভাবে প্রস্তুত থাকতে হবে।’’ 

জরুরি পরিষেবা বহির্ভূত, এমন সব কর্মীকে ইরানের দূতাবাস থেকে দ্রুত সরানোর সিদ্ধান্ত নিয়েছে বরিসের সরকার।

করোনার কবলে ইউরোপ,রেহাই পায়নি আমেরিকা

করোনার গ্রাস থেকে রেহাই পায়নি আমেরিকা । নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডার বিভিন্ন প্রদেশ থেকে সংক্রমণের খবর পাওয়া গিয়েছে । 

গত শুক্রবার আমেরিকায় প্রথম মৃত্যু হয় করোনা আক্রান্ত এক জনের । দ্বিতীয় মৃত্যুটি হয়েছে কার্কল্যান্ডে। 

নিউ ইয়র্কের এক মধ্যবয়সি মহিলা সম্প্রতি ইটালি থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষায় তাঁর ভাইরাস সংক্রমণ ধরা পড়ে । 

ক্যালিফর্নিয়ায় সোমবার একসঙ্গে ৫ জন সংক্রমিত হয়েছেন । সংকটজনক পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়া ও ইটালি যাওয়া নিয়ে নতুন করে নির্দেশিকা জারি করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ।

আরও পড়ুন : করোনার কবল থেকে ৭২৩ জনকে ফিরিয়ে আনল ভারতীয় বায়ুসেনা

মস্কো থেকেও প্রথম সংক্রমণের খবর মিলেছে । গত মাসের শেষের দিকে ইটালি থেকে দেশে ফিরেছিলেন ওই রুশ যুবক । 

দক্ষিণ কোরিয়াতেও একাধিক সংক্রমণের খবর মিলেছে । দায়েগু প্রদেশের একটি গির্জা থেকে দক্ষিণ কোরিয়ায় হু হু করে সংক্রমণ ছড়িয়েছিল বলে অভিযোগ ছিল। 

সোমবারই কেন্দ্রিয় স্বাস্থ্যমন্ত্রি ভারতে করোনা সংক্রমণের কথা স্বিকার করেছেন ।

৬জনের দেহে মারণ ভাইরাস মিলেছে । সংক্রামিতদের দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

সোমবার বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে । কেবলমাত্র চিনে মৃত ২,৯১২। 

বিশ্বে আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের কাছাকাছি । চিনে নতুন করে আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। কমেছে মৃত্যুর হারও।

সম্পর্কিত পোস্ট