#CoronaUpdate প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০০ কোটির অনুদান রিলায়েন্সের
সোমবার তাঁদের তরফে PM-CARES তহবিলে বিপুল অর্থের অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ।
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- মারণ ভাইরাসকে রুখতে লকডাউন জারি হয়েছে গোটাদেশে । হোম কোয়ারেন্টাইনে থেকে সরকারের উদ্যোগকে সফল করতে প্রাণপন চেষ্টা চালাচ্ছে সমাজের সব স্তরের মানুষ ।
করোনার সংক্রমণ রুখতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে গোটা দেশ । তবে কেবল মাত্র লকডাউন এবং কোয়ারেন্টাইনের মধ্যে দিয়েই করোনাকে প্রতিহত করা সম্ভব নয় ।
লড়াই সফল করতে প্রয়োজন বিপুর পরিমাণ অর্থেরও । সেই অর্থের জোগান দিতে এগিয়ে এসেছে আমআদমী থেকে শিল্পপতিরা ।
প্রধানমন্ত্রীর PM-CARES তহবিলে টাটাগোষ্ঠী ১৫০০ কোটি টাকা আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করেছিল ।
এবার সেই পথে হেঁটে ৫০০ কোটি টাকা আর্থিক অনুদানের কথা ঘোষণা করল রিলায়েন্স শিল্পগোষ্ঠী ।
সোমবার তাঁদের তরফে PM-CARES তহবিলে বিপুল অর্থের অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ।
তবে শুধু কেন্দ্র সরকারকেই নয়, দুই রাজ্য সরকারের তহবিলেও আর্থিক অনুদান দিচ্ছে এই শিল্পগোষ্ঠী ।
[ আরও পড়ুন : করোনা মোকাবিলায় PM-CARES-এ ত্রাণ ঘোষণা বিরুষ্কার ]
রিলায়েন্সের তরফে জানানো হয়েছে, দেশের সাহায্যার্থে রিলায়েন্স সবসময় প্রস্তুত।
লকডাউনের সময় মানুষের কাছে প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দিতে সংস্থার সামর্থ্য বাড়ানো হয়েছে ।
একইসঙ্গে তাঁরা জানিয়েছে, মহারাষ্ট্র ও গুজরাট সরকারের তহবিলে পাঁচ কোটি টাকা করে অনুদান দেওয়া হচ্ছে ।
প্রসঙ্গত, করোনা যুদ্ধে জয়ী হতে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক ।
কিন্তু, পরিস্থিতি সামাল দিতে আরও অর্থের প্রয়োজন আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।
এই অবস্থায় দাঁড়িয়ে শনিবার নতুন একটি তহবিল গঠনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
প্রধানমন্ত্রী নাগরিক সহায়তা ও জরুরি পরিস্থিতিকালীন ত্রাণ বা PM-CARES নামে ওই তহবিলে দেশের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান তিনি।
মোদির ওই ত্রাণ তহবিল ঘোষণার পরেই দেড় হাজার কোটির অনুদান ঘোষণা করে টাটা গোষ্ঠী।
রিলায়েন্স গোষ্ঠীও পাঁচশো কোটির অনুদানের কথা ঘোষণা করল ।