#CoronaUpdate করোনার জেরে বিশুদ্ধ হচ্ছে বায়ু
বহু শহর লক ডাউন করে রাখা হয়েছে। খাদ্যের অভাব, চিকিত্সার অভাবে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে লক ডাউন এবং কোয়রেন্টাইনের ফলে বিশুদ্ধ হয়েছে পৃথিবীর বাতাস ।
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- বর্তমান বিশ্বের ত্রাস হয়ে দাঁড়িয়েছে Covid-19 । মারণ করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে কোয়ারেন্টাইনের পথে হেঁটেছে একাধিক দেশের সরকার ।
বহু শহর লক ডাউন করে রাখা হয়েছে। খাদ্যের অভাব, চিকিত্সার অভাবে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে।
তবে লক ডাউন এবং কোয়রেন্টাইনের ফলে বিশুদ্ধ হয়েছে পৃথিবীর বাতাস ।
চাঞ্চল্যকর তথ্যটি শুনে অবাক হলেন । তবে এটা ঠিক যে কদিনেই বায়ুর মানের উন্নতি হয়েছে অনেকটাই ।
করোনার জেরে বিশুদ্ধ বায়ু,নাসার রিপোর্ট
সম্প্রতি মার্কিন স্পেস এজেন্সি নাসা-র তোলা ছবিতে সেই বিশুদ্ধ বাতাসের চিত্রই ধরা পড়েছে ।
তবে এখনই এই পরিবর্তনকে স্থায়ী বলতে পারছেন না পরিবেশবিদেরা।
ফেব্রুয়ারি মাসে নাসার তোলা ওই ছবিতে দেখা গিয়েছে, লক ডাউনের জেরে চিনের উহান শহরে নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ নাটকীয়ভাবে কমে গিয়েছে ।
#CoronaUpdate দশ মিনিটে এক জন নাগরিকের মৃত্যু হচ্ছে ইতালিতে
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে চীনে ।
সোমবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েকদিনে চীনের বায়ু দূষণ পরিস্থিতির উন্নতি হয়েছে ।
দূষণ সংক্রান্ত কৃত্রিম উপগ্রহের তথ্য বিশ্লেষণ করে মার্কিন গবেষণা সংস্থা জানাচ্ছে, বাতাসে উল্লেখযোগ্য মাত্রায় কমেছে নাইট্রোজেন ডাই-অক্সাইড।
মোটর গাড়ি, বিদ্যুৎ কেন্দ্র এবং শিল্প কারখানা থেকে এই ক্ষতিকারক গ্যাস নির্গত হয় ।
নাসার মতে, করোনা ভাইরাসের জেরে সেদেশে অর্থনৈতিক শ্লথগতি দেখা যাচ্ছে। তার প্রভাবেই বাতাসের গুণগত মানের উন্নতি হয়েছে।
করোনার জেরে বিশুদ্ধ বায়ু,একই কথা বলছে ইএসএ
একইভাবে ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএ-র তোলা ছবিতে একইচিত্র ধরা পড়েছে ।
ইটালিতেও নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ কমে গিয়েছে এই ক’দিনেই । করোনাভাইরাস সংক্রমণের জেরে ইটালিও লক ডাউন ।
স্পেনে মার্চের মাঝামাঝি সময় থেকে মানুষজনের কোয়রান্টিন চলছে । তাই বার্সেলোনা, মাদ্রিদের ক্ষেত্রেও বাতাসে No2-র পরিবর্তন লক্ষ্য করেছে ইএসএ।
পরিবেশবিদদের মতে, মূলত গাঁড়ির ধোঁয়া, তাপবিদ্যুত্ কেন্দ্র এবং কারখানা থেকেই নাইট্রোজেন ডাইঅক্সাইড নির্গত হয় পরিবেশে ।
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে এই সমস্ত দেশে লক ডাউন চলছে। কল-কারখানা, গাড়ি সবই প্রায় বন্ধ ।
#CoronaVirusFrance নোভেল করোনায় মৃত্যুমিছিল ফ্রান্সে
তাই বাতাসে নাইট্রোজেন ডাইক্সাইডের পরিমাণও কমেছে । নাইট্রোজেন ডাইঅক্সাইড ফুসফুসের সংক্রমণ ঘটিয়ে থাকে ।
বাতাসে নাইট্রোজেন ডাইঅক্সাইডের মেয়াদ মাত্র এক দিন । তাই লক ডাউনের ফলে বাতাসে উপস্থিত ক্ষতিকর গ্যাসগুলোর মধ্যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের বদলই সবচেয়ে আগে নজরে পড়েছে ।
এরকম পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও কমবে, জানিয়েছেন পরিবেশবিদেরা ।