Gulzar Ahmed : ইমরানের পরিবর্তে গুলজার আহমেদ, পাক মসনদের পরবর্তী ‘রাজা’ কে?

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পাকিস্তানের (Pakistan) জাতীয় পরিষদে রোজই নতুন মোড় আসছে। সোমবার তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান (Imran Khan) বেছে নিল নতুন প্রধানমন্ত্রী বিচারপতি গুলজার আহমেদকে (  Gulzar Ahmed )। আপাতত পাকিস্তানের কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিয়োজিত রয়েছেন।

পাকিস্তানের জাতীয় পরিষদে ডেপুটি স্পিকার ইমরান খানের বিরুদ্ধে ওঠা অনাস্থা প্রস্তাব বাতিল করার একদিন পরেই পাক রাষ্ট্রপতি আরিফ আলভির নির্দেশে জাতীয় পরিষদ(Pakistan National Assembly) ভেঙে দেওয়া হয়।

Gulzar Ahmed

পাকিস্তানের একটি সংবাদপত্র  অনুসারে, ২০১৮ সালের ২১ শে ডিসেম্বর গুলজার আহমেদ ( Gulzar Ahmed ) পাকিস্তানের ২৭ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।

তিনি পূর্বে বিভিন্ন বহুজাতিক ও স্থানীয় ব্যাংক, কোম্পানী এবং আর্থিক প্রতিষ্ঠানের উপদেষ্টা ছিলেন। এছাড়া করাচির সিন্ধ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি এবং সিন্ধু হাইকোর্ট, করাচি আইটি কমিটিরও চেয়ারম্যান ছিলেন।

SSC Recruitment Case In High Court : প্রায় ৬ ঘন্টা জেরা করল CBI,জেলে পুরে জেরার পরামর্শ বিচারপতির

এদিকে রবিবারই পাকিস্তান সরকারের পক্ষ থেকে জারি করা সর্বশেষ সার্কুলার এর মাধ্যমে জানা যায়, ইমরান খান আর পাক প্রধানমন্ত্রী নন। ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানের সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ এবং ধারা ৫৮(১) অনুচ্ছেদের  পরিপ্রেক্ষিতে পাক রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন। ফলে সংবিধান অনুযায়ী কোনভাবেই ইমরান খান আর পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে নেই।

পাক জাতীয় পরিষদের ডেপুটি স্পিকারের অনাস্থা প্রস্তাব বাতিল করার পর পাক রাষ্ট্রপতির এই সিদ্ধান্ত। মন্ত্রিপরিষদ সচিবের চিঠিতে লেখা রয়েছে ইমরান খান আর পাক প্রধানমন্ত্রী নন এবং সরকার দেশের আমলাতন্ত্রের দ্বারা পরিচালিত হবে।

সম্পর্কিত পোস্ট