অবশেষে করোনার সর্বনিম্ন স্তরে ভারত, কতদিন ভাইরাস যন্ত্রণা, চলছে গবেষণা
দ্য কোয়ারি ডেস্ক: করোনা দুর্ভোগ কাটেনি। যে কোনও মুহূর্তে আবার বড়সড় হামলা হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, চলতি আগস্ট মাসে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের কালো মেঘ বিশ্বজুড়ে থাকবে। এর মধ্যে একটু স্বস্তির খবর, গত ৫ মাসের মধ্যে করোনার দৈনিক সংক্রমণ ভারতে সর্বনিম্ন হলো।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০৪ জন। পাঁচ মাস পরে দৈনিক সংক্রমণ ফের ২৯ হাজারের নীচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৩৭৩ জনের। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, ১০ আগস্ট মঙ্গলবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৯ লক্ষ ৯৮ হাজার ১৫৮।
বুধবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৮ হাজার ৬৮২ জনের। আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা বেশ কিছুটা বেশি।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৫১১ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ১১ লক্ষ ৮০ হাজার ৯৬৮ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে।