করোনার প্রকোপঃ খতিয়ে দেখা হল কমলা রায় হাসপাতালের পরিকাঠামো

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা ভাইরাসের চিকিৎসার জন্য রাজ্যের একাধিক সরকারি হাসপাতাল নেওয়া হয়েছে।বাদ যায়নি বেসরকারি হাসপাতালও।

রাজ্যে সরকার আগেই বলেছিল চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালের দরকার পড়লে সেটা নেওয়া হবে। রাজ্যে সরকার ও কেন্দ্রীয় সরকার দিন রাত এক করে দেশের প্রতিটি মানুষ কে কিভাবে সুরক্ষিত রাখা যায় তার জন্য কাজ করছেন।

সাধারণ মানুষকে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখার জন্য বেসরকারি হাসপাতালের চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মীরাও বসে নেই। তাই করোনা মোকাবিলায় আগেই এগিয়ে এসেছিল উত্তরপাড়ার বেসরকারি হাসপাতাল কমলা রায়।

আরও পড়ুনঃ লকডাউনে গৃহবন্দি ২১৪বাস রুটের চালক ও কন্ডাকটরদের আর্থিক সহায়তা প্রদান

সেই হাসপাতালের এম ডি অনন্ত রায় বলেন “করোনা ভাইরাসের চিকিৎসার জন্য হাসপাতালের প্রয়োজন। তাই আমরা আমাদের হাসপাতালের ডাক্তারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি হাসপাতাল সরকারকে দেওয়া হবে। আমাদের হাসপাতাল সম্পূর্ণ বিনামূল্যে সরকারকে দেওয়া হবে।”

তিনি আরো বলেন প্রশাসনের লোকজন এসেছিলেন আমাদের সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন। হাসপাতালের ম্যানেজার অভিজিৎ দাস বলেন “এসডিও সম্রাট চক্রবর্তী ডেপুটি সিএমওএইচ মৌসুমী পাল মুখার্জি ও স্বাস্থ্য দফতরের চিকিৎসক সৌমেন ভাট এসেছিলেন হাসপাতালের বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখেন। তারা আমাদের হাসপাতালের কর্মীদের সঙ্গে কথা বলেন। তারা কয়েকটি জায়গায় দরজা লাগানোর পরামর্শ দেন।আমরা সেটা লাগিয়ে দেবো বলেছি।”

সম্পর্কিত পোস্ট