খরচে টান , কর্মীদের বেতন দিতে পারছে না Google – কর্মী ছাঁটাই তথ্যপ্রযুক্তি সংস্থায়
তথ্যপ্রযুক্তি সংস্থা
The Quiry : ফের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল বিশ্বের সবথেকে বড় তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল। আবারও চাকরি খোয়াল শতাধিক কর্মী। কখনও শতাধিক, আবার কখনও হাজার কর্মীকে বিভিন্ন বিভাগ থেকে বিতাড়িত করা হয়েছে। এখনও অবধি কমপক্ষে গুগলের ২০,০০০-রও বেশি কর্মী চাকরি খুইয়েছেন। তবে কিছুটা স্বস্তির খবরও দিয়েছে গুগল। যাদের ছাঁটাই করা হচ্ছে, তাঁরা গুগলের অন্য কোনও শূন্যপদে আবেদন করতে পারবেন।
খরচে টান , কর্মীদের বেতন দিতে পারছে না Google – কর্মী ছাঁটাই তথ্যপ্রযুক্তি সংস্থায়
আরও খবর- Online payment : কথায় কথায় অনলাইন পেমেন্ট করেন ? আপনার জন্য রয়েছে সুখবর
অ্যালফাবেট সংস্থার সূত্রের খবর, এবারও কমপক্ষে শতাধিক কর্মী ছাঁটাই করা হবে। জানা গিয়েছে, অ্যালফাবেট সংস্থার তরফে গুগলের ডিজিটাল অ্যাসিস্টেন্ট, হার্ডওয়ার ও ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে শতাধিক কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। সংস্থার খরচ কমাতেই এই পদক্ষেপ করা হয়েছে। মূলত যারা গুগলের ভয়েস বেসড অ্যাসিস্ট্যান্ট ও অগমেন্টেড রিয়ালিটি হার্ডওয়ার টিমে কাজ করতেন, তাঁদের ছাঁটাই করা হচ্ছে। এছাড়া গুগলের সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং টিমের বেশ কয়েকজন কর্মীকেও ছাঁটাই করা হয়েছে।