Lockdown Possibility In West Bengal: সোমবার থেকেই রাজ্যে আংশিক লকডাউন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ৷ সেই সঙ্গে দ্রুতগতিতে ছড়াচ্ছে ওমিক্রন। দেশে একধাক্কায় করোনা আক্রান্তের সংখ্যা ৪০০ পার। মাত্র চার দিনে দেশে ওমিক্রন সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। তৃতীয় ঢেউ রুখতে তাই বছরের শুরুতেই ফের আংশিক লকডাউন ৩ জানুয়ারী থেকে। নবান্ন সূত্রে জানা গেছে সম্ভবত আজই নির্দেশিকা জারি করতে চলেছে রাজ্যে।
জানা যাচ্ছে আবারও কঠোর করোনাবিধি চালু হতে চলেছে রাজ্য জুড়ে৷ তৃতীয় ঢেউ মোকাবিলায় বছরের প্রথমদিন উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিল রাজ্য সরকার৷ ইতিমধ্যেই স্থগিত রাখা হয়েছে দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প, বাতিল করা হয়েছে স্টুডেন্টস উইকের অনুষ্ঠান৷
Abhishek Banerjee at Tripura: দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ, তৃণমূলের কর্মসূচীতে কপিরাইট বিজেপির
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব শনিবার ফের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ওমিক্রন পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে জেলা ও মহকুমা স্তরে কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে স্বাস্থ্য পরিকাঠামোর উপরও নজর দিতে বলা হয়েছে।