করোনা পরিস্থিতিতে চূড়ান্ত অপরিকল্পনার শিকার রাজ্যের সাধারণ মানুষঃ সুজন চক্রবর্তী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আমাদের রাজ্যের মূল যোগাযোগের মাধ্যম হলো ট্রেন পরিষেবা। এদিকে ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। কিন্তু সরকার রাজ্যের সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানে অফিস খোলার নির্দেশ দিয়েছে। সরকারি কর্মীদের অসুবিধা হলে তারা গাড়ি ভাড়া করে যাচ্ছেন। কিন্তু 5 থেকে 7 হাজার টাকা উপার্জন কারী কর্মীর পক্ষে গাড়ি ভাড়া করে প্রত্যেকদিন অফিস যাওয়া সম্ভব নয়। একদিকে তারা অফিস পৌঁছাতে না পারলে তাদের চাকরি চলে যাবে। একদিকে চূড়ান্ত ও অপরিকল্পনা, একদিকে চূড়ান্ত অপরিকল্পনার শিকার রাজ্যের সাধারণ মানুষ।ভিডিও বার্তায় এই ভাবেই সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা সুজন চক্রবর্তী।

আরও পড়ুনঃ গেঁওখালি ফেরিঘাট পরিদর্শনে নবান্নের প্রতিনিধি দল

সম্পর্কিত পোস্ট