চলবে বাস-অটো-টোটো, প্রয়োজনে বন্ধ করে দেওয়া হতে পারে বাজার- নির্দেশিকা বাড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আরও কিছু বিষয়কে ছাড় দিয়ে রাজ্য সরকার কোভিড অতিমারী জনিত কঠোর বিধিনিষেধ ১৫ জুলাই পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা ঘোষনা করেন।

তিনি বলেন, এই পর্যায়ে আংশিক ভাবে সরকারি ও বেসরকারি বাস চলাচলের অনুমোদন দেওয়া হচ্ছে। মাস্ক ও কোভিডবিধি মেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চলাচল করবে। তবে ট্রেন ও মেট্রো চলাচলে বিধিনিষেধ বজায় থাকছে। বেসরকারি দপ্তর ৫০ শতাংশ কর্মী নিয়ে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত কাজ করতে পারবে। চলবে অটো ও টোটো ।

আপাতত স্থগিত বেসরকারি অস্থায়ী টিকাকরণ শিবির, জারি হচ্ছে নতুন নীতির নির্দেশিকা

১১ টা থেকে ৬টা পর্যন্ত বিউটিপার্লার, সেলুন খোলার অনুমোদন দেওয়া হয়েছে। সবজি বাজার সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত খোলা রাখা যাবে। বাকি সব ধরনের দোকান ১১থেকে ৮টা পর্যন্ত খোলা যাবে। সকাল ৬টা থেকে ১০টা এবং বিকেল ৪-৮টা পর্যন্ত জিম খোলার অনুমোদন দেওয়া হয়েছে। রাত ৯ টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি কারণ ছাড়া বাইরে বেরোনো নিষিদ্ধ থাকছে।

সমস্ত দোকান সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত খুলে রাখা যাবে বলে ঘোষণা মমতার। সব্জি-মাছ বাজার খোলা যাবে দুপুর ১২ টা পর্যন্ত। তবে একটি বিষয় এ দিন স্পষ্ট করে দিয়েছেন মমতা, সব ধরনের ছাড়ই পরীক্ষামূলক ভাবে দেওয়া হচ্ছে। যদি করোনা পরিস্থিতি কোনওভাবে খারাপ হয়, তাহলে এই ছাড়গুলি প্রত্যাহার করে নেওয়া হতে পারে, এমন ইঙ্গিতও দেন মমতা।

সম্পর্কিত পোস্ট