#covid19 করোনায় ছোঁয়ার ব্যাপক ধস শেয়ার বাজারে
সোমবার সকাল ৮:০৮ মিনিটে SGX নিফটি ফিউচারের সূচক ৩৯৩.২০পয়েন্ট অর্থাৎ ৩.৯৪ শতাংশ কমে পৌঁছেছে ৯,৫৯০.৭৫ পয়েন্টে ।
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- করোনার থাবায় গোটা দুনিয়া । ভাইরাস সংক্রমণের আতঙ্কের প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে।
একেতেই অর্থনীতির বেহাল দশা,লাগাতার খারাপ অবস্থা দেশের শেয়ার বাজারের । সোমবারও বাজার খোলার সঙ্গে সঙ্গেই দেখা যায় শেয়ার সূচক নিম্নমুখী ।
করোনা আতঙ্কে ধস শেয়ারবাজারে
শেয়ার বাজার খোলার পর দেখা যায় সিঙ্গাপুর এক্সচেঞ্জ নিফটি ফিউচার যা কিনা দেশের শেয়ার বাজারের প্রাথমিক নির্ধারক ।
তার সূচক ৪৫৯.৬৫ পয়েন্ট হ্রাস পেয়ে ৯,৫২৪.৩০ এ এসে দাঁড়িয়েছে ।
সোমবার সকাল ৮:০৮ মিনিটে SGX নিফটি ফিউচারের সূচক ৩৯৩.২০পয়েন্ট অর্থাৎ ৩.৯৪ শতাংশ কমে পৌঁছেছে ৯,৫৯০.৭৫ পয়েন্টে ।
আরও পড়ুন : করোনার প্রভাব স্টক মার্কেটেও, রেকর্ড পতন সেনসেক্সের
গত বুধবার রাতেই করোনা ভাইরাসকে ‘অতিমারি'(Pandemic) হিসাবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘WHO’ । চিনের গন্ডি পেরিয়ে ভাইরাস ছড়িয়ে পড়েছে অ্যান্টার্কটিকা ছাড়া বাকি ছ’টি মহাদেশে ।
ইউরোপীয়দের আমেরিকা ভ্রমণের উপর এক মাসের নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন । গোটা বিশ্বকে ক্রমেই গ্রাস করছে মারণ ভাইরাস COVID 19 । আর তার জেরেই ধুঁকছে শেয়ার বাজার ।
করোনা আতঙ্কে ধস শেয়ারবাজারে, ক্রমশ পিছিয়ে যাচ্ছেন লগ্নিকারীরা
অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, করোনা আতঙ্ক ছায়া ফেলছে বাজারেও । লগ্নি করতে ভয় পাচ্ছেন লগ্নিকারীরা । ফলে ধুঁকছে শেয়ারবাজার ।
শুক্রবার নজিরবিহীন পতনের ফলে ৪৫ মিনিটের জন্য বন্ধ রাখতে হয়েছিল শেয়ার বাজারের লেনদেন ।
সোমবার অনেকেই সেই পরিস্থিতি থেকে কিছুটা মুক্তির আশা করেছিলেন । কিন্তু আদতে তা হয়নি।
আরও পড়ুন : কেন্দ্র অর্থনীতি চাঙ্গা করার একগুচ্ছ দাওয়াই দিলেও গাড়ি বিক্রিতে তার ইতিবাচক কোনো প্রভাবই পড়েনি ।
বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক কোনও রকম আগাম সূচনা ছাড়াই ব্যাঙ্ক রেট কমিয়েছে । তার ফলেই এমন বিপত্তি বাজারে ।
চিনের গণ্ডি ছাড়িয়ে করোনা আতঙ্ক ছড়িয়েছে গোটা পৃথিবীতেই । প্রায় দেড় লক্ষ মানুষ ওই রোগে আক্রান্ত ।
মৃত্যু হয়েছে ৬ হাজারেরও বেশি মানুষের । চিনের পর, ইউরোপের ইটালি, স্পেনে থাবা বসিয়েছে করোনা ।
ত্রস্ত আমেরিকা । ভারতেও প্রায় ১১০জন করোনায় আক্রান্ত ।