“সরকার চলুক, সন্ত্রাস নয়” লেনিন মুর্তির পাদদেশ থেকে বার্তা সিপিআই(এমএল) এর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার ভোট গণনার পর তৃতীয়বার বিপুল আসন পেয়ে ক্ষমতায় এল তৃণমূল। কিন্তু রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসা শোনা যাচ্ছে কান পাতলেই। যা নিয়ে ফের কাদা ছোঁড়াছুড়ি শুরু করেছে তৃণমূল এবং বিজেপি। একে অপরের দিকে আঙুল তুলছেন বিজেপি এবং তৃণমূল।

তবে ভোটের পর হিংসা নয়, পশ্চিমবঙ্গে অবিলম্বে হিংসা-প্রতিহিংসার ঘটনাপ্রবাহ এবং সন্ত্রাসের পরিবেশ অবিলম্বে বন্ধ করার দাবীতে লেনিন মুর্তির পাদদেশে সমবেত হন সিপিআই(এমএল) এর কর্মীরা। উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য।

শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষা করতে নাগরিক সতর্কতা এবং গণ উদ্যোগ বাড়িয়ে তোলার বার্তা দেন তিনি৷এবিষয়ে সিপিআই(এমএল) এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের সঙ্গে কথা বলে দ্য কোয়ারি।

WB Corona Cases: ২৪ ঘন্টায় পেরিয়ে গেল ১৮ হাজারের গন্ডি, বাড়ছে সুস্থতার হার

তিনি বলেন, সারা রাজ্যজুড়ে যে ঘটনাগুলি ঘটছে তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। মানুষের নিজের যাকে খুশি তাকে ভোট দিয়েছে। সেটা তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে আবার কংগ্রেস অথবা আইএসএফও হতে পারে। তৃণমূল ক্ষমতায় এসেছে বলেই তারা সন্ত্রাস চালাবে এটা হতে পারে না।

তিনি আরও বলেন, প্রত্যেকটি ঘটনা খতিয়ে দেখা হোক। যারা দোষী অবিলম্বে তাঁদের শাস্তি দেওয়া প্রয়োজন। যারা ঘরছাড়া হয়েছে তাঁদেরকেও ঘরে ফেরানো হোক। সরকার চলুক, সন্ত্রাস নয়।

সম্পর্কিত পোস্ট